
ঢাকা, ১৯ অগ্রহায়ণ (৪ ডিসেম্বর):
অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে গতকাল ঢাকায় সাভারের আশুলিয়া ও গোরাট এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে। এ অভিযানে অবৈধভাবে স্থাপিত গ্যাস সংযোগ উচ্ছেদ হয়।
অভিযানে ৩ কিলোমিটার অবৈধ গ্যাস বিতরণ লাইন উচ্ছেদ, ৭০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নার বিচ্ছিন্ন করাসহ ৬০০ মিটার অবৈধ পাইপ অপসারণ করা হয়েছে। এ পদক্ষেপের ফলে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্নকৃত গ্যাসের লোড দাঁড়ায় ঘন্টা প্রতি ১৪ হাজার ৭০০ ঘনফুট।
এ অভিযানের ফলে মাসিক গ্যাস সাশ্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯ হাজার ৯০২ ঘনমিটার, যার আনুমানিক আর্থিক মূল্য ১৭ লাখ ৯৮ হাজার ২৩৬ টাকা।
বৈধ গ্রাহকদের কাছে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে এবং গ্যাসের অপচয় রোধে অবৈধ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply