ঢাকা, ১৮ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর):
ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন এর আইনগত ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বানিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
আজ সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
কোম্পানিগুলোর সম্মিলিতভাবে দাম বাড়ানোর এই কার্যক্রম গ্রহণযোগ্য না উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমরা আলোচনা করে ঠিক করব। যে কর্মকান্ডটা উনারা করেছেন, এর কোনো আইনগত ভিত্তি নেই। তিনি বলেন, গতকাল ক্রয় কমিটিতে টিসিবির জন্য ৫০ লাখ লিটার সয়াবিন এবং এক কোটি লিটার রাইস ব্রান ওয়েল কেনার প্রস্তাব অনুমোদিত হয়েছে, উনারা যে দামে আজকে বাজারে ভোজ্যতেল বিক্রি করছেন, সেখান থেকে প্রায় ২০ টাকা কমে আমাদেরকেই তেল দিয়েছেন। বাজারে ২০ টাকা বেশি দামে তেল বিক্রির যৌক্তিক কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। ৫০ লাখ লিটার তেল যদি টেন্ডারে ২০ টাকা কমে আমরা কিনতে পারি, তাহলে বাজারে কেন এত বেশি দামে বিক্রি হবে? এমন প্রশ্ন রাখেন তিনি।
বাজারের ওপর থেকে সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে কি না জানতে চাইলে বাণিজ্য উপদেষ্টা বলেন, নিয়ন্ত্রণ আছে কি নেই সেটা আমাদের পদক্ষেপের মাধ্যমে জানতে পারবেন। রমজানের প্রস্তুতির বিষয় জানতে চাইলে উপদেষ্টা বলেন, সবকিছুরই ভালো প্রস্তুতি রয়েছে। শেখ বশিরউদ্দীন আরো বলেন, আমদানি পর্যায়ে যে পরিমাণ ঋণপত্র খোলার প্রয়োজন, গতবার যা খোলা হয়েছিলো, সেটার থেকেও বেশি দেখতে পাচ্ছি। তাই সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হবে না।
উপদেষ্টা বলেন, আপনারা দেখছেন চিনির দাম কমছে। আশা করি ছোলার দাম কমবে। ডালের দাম কমেছে, ডিমের দাম কমেছে, আর অন্যান্য কিছু জিনিসের দাম কমেছে। আমরা জিনিসটা বুঝবো, বুঝে যৌক্তিক যে সমাধান সেটাতেই যাবো। অযৌক্তিক কোনো সমাধান আমরা মানবো না।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply