তিলোত্তমা তোমার বুকে বারুদের গন্ধ
তোমার প্রতিটি অঙ্গে, হায়েনার থাবা।
বুড়ী গঙ্গার কালো কুচকুচে জলে
রক্তের রক্তিম আভা।
রক্ত আগুনে জ্বলছে দেশ,
পুড়ছে মানুষ, হাসছে হায়েনার শাবক।
এবাউট টার্ন, রাইট টার্ন দলনেতা, গগনচুম্বী আহবান।
কান ঝালাপালা প্রতিদিন তারা,
দিচ্ছে ছবক নতুন দেশ।
গণপিটুনি তে মরছে মানুষ,
আদালত পাড়ায় বোবা কান্না।
হাসছে হায়েনার দল
মানবতার বুলি আওড়ায়
বেনিয়ার দল।
শহীদ যারা ফিরছে তারা,
কেউ করে না প্রতিবাদ।
রক্তচোষা মহাজন
সাদা আলখেল্লা নিয়ে করে প্রহসন।
খোদার সত্য বানী মান, করো না-কোনো হানাহানি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply