সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
আরও ৩ জনের মৃত্যু ডেঙ্গুতে, হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৭ জন আন্তর্জাতিক বিমানবন্দরে ঘোষণা কক্সবাজার বিমানবন্দরকে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিনজন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ক্ষমতার অপব্যবহারকারী ডিপিইও নজরুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন হবিগঞ্জে রেলের টিকেট যেন সোনার হরিণ, জেলার ২৩ লাখ মানুষের জন্য টিকেট বরাদ্দ মাত্র ২৬০টি বেশিরভাগই চলে যায় কালোবাজারিদের হাতে সাধারণ যাত্রীদের ভোগান্তি চরমে আন্তর্জাতিক কন্যাশিশু দিবসে মেয়েদের সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করতে মাশা, জেসিয়া এবং তাসফির বার্তা ইউনিয়ন ব্যাংকে বৈদেশিক বাণিজ্য বৃদ্ধির জোর তৎপরতা সেলসফোর্স নির্ভরযোগ্য এআই তৈরির জন্য ভিত্তি উন্মোচন করেছে মাধবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫ সিরিজের তিন মডেলের ফাইভজি ‘এআই পার্টি ফোন’ আনল রিয়েলমি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত রিয়েলমি ১৫ সিরিজ উন্মোচনের ঘোষণা দিয়েছে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। বাজারের সবধরনের সেগমেন্টের প্রয়োজন মেটাতে সিরিজটিতে থাকছে তিনটি মডেল – রিয়েলমি ১৫ ফাইভজি, রিয়েলমি ১৫ প্রো ফাইভজি ও রিয়েলমি ১৫টি ফাইভজি। আগামী প্রজন্মের ডিজিটাল ক্রিয়েটর ও এআই-প্রেমিদের জন্য ডিজাইন করা এই ডিভাইসটিতে সর্বাধুনিক পারফরম্যান্স, উদ্ভাবনী এআই ফিচার ও সর্বাধুনিক ক্যামেরা রয়েছে, যা মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

রিয়েলমি ১৫ সিরিজে রয়েছে একদম নতুন এআই এডিট জিনি ও এআই-সক্ষম ট্রিপল ক্যামেরা সেটআপের মতো অনন্য ফিচার। বেস ১৫ মডেলে আলট্রা-স্মুথ ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করতে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট সহ ৬.৭৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীদের ৪কে ভিডিও, প্রাণবন্ত পোর্ট্রেইট ও ঝকঝকে ছবি অনায়াসে তোলার সুযোগ করে দিবে। আরও বেশি প্রিমিয়াম ফিল দিতে রিয়েলমি ১৫ প্রো ফাইভজিতে ৬.৮ ইঞ্চির ১৪৪ হার্জ হাইপারগ্লো ৪ডি কার্ভ+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ও রেয়ার দুইটি ক্যামেরাতেই ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ৪কে ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে, যা ক্রিয়েটর ও ভ্লগারদের জন্য সিনেমাটিক মানের ভিজ্যুয়াল নিশ্চিত করবে। এছাড়াও, ১৫ সিরিজে আইপি৬৯ রেটিং ব্যবহার করা হয়েছে, যা পানি ও ধুলাবালি প্রতিরোধে এই খাতের সর্বোচ্চ মানদণ্ড। একইসাথে, ১৫ প্রো ডিভাইসটিকে আরও বেশি ডিউরেবল করে তুলতে এতে কর্নিং গরিলা গ্লাস স্ক্রিন প্রোটেকটর ব্যবহার করা হয়েছে।

রিয়েলমি ১৫ প্রো’তে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ চিপসেট ব্যবহার করা হয়েছে, যেখানে রিয়েলমি ১৫-তে ডাইমেনসিটি ৭৩০০+ ফাইভজি চিপসেট রয়েছে; যা সর্বোচ্চ পারফরম্যান্স ও একইসাথে, ব্যবহারকারীদের জন্য সমৃদ্ধ ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা নিশ্চিত করবে। ডিভাইসগুলোতে ৭০০০ বর্গমিলিমিটার ভিসি কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা হেভি গেমিং ও মাল্টিটাস্কিংয়ের সময়েও তাপনিঃসরণকে কার্যকর রাখে। ব্যবহারকারীদের জন্য আরও বেশি সাশ্রয় নিশ্চিত করতে রিয়েলমি ১৫টি ডিভাইসে ডাইমেনসিটি ৬৪০০ ম্যাক্স ফাইভজি চিপসেট ব্যবহার করা হয়েছে।

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি, ৮০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং ও স্লিক-এরগোনমিক ডিজাইনসহ আসা রিয়েলমি ১৫ ফাইভজি ও ১৫ প্রো ফাইভজি ডিভাইস নিরবচ্ছিন্ন পারফরম্যান্স, দীর্ঘস্থায়ী কর্মক্ষমতা ও অনবদ্য বিনোদন নিশ্চিত করবে। পাশাপাশি, ১৫টি ফাইভজিতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি ও ৬০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।

বেশকিছু অনন্য কালার ভ্যারিয়েন্টে এসেছে রিয়েলমি ১৫ প্রো ফাইভজি, রিয়েলমি ১৫ ফাইভজি ও রিয়েলমি ১৫টি ফাইভজি। ফ্লোয়িং সিলভার ও ভেলভেট গ্রিনের মতো দুইটি অনন্য রঙে পাওয়া যাবে ১৫ প্রো, যেখানে ভেলভেট গ্রিন ভ্যারিয়েন্টটি লেদার ব্যাকে পাওয়া যাবে। সিল্ক পিঙ্ক ও স্যুট টাইটানিয়াম, এই দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে রিয়েলমি ১৫। স্যুট টাইটানিয়াম ও ফ্লোয়িং সিলভারের মতো আরও দুইটি অনন্য রঙে পাওয়া যাবে রিয়েলমি ১৫টি। রিয়েলমি ১৫ প্রো ফাইভজির (১২ জিবি/২৫৬ জিবি) দাম ধরা হয়েছে মাত্র ৫৯,৯৯৯ টাকা, রিয়েলমি ১৫ ফাইভজির (১২ জিবি/২৫৬ জিবি) মাত্র ৪৪,৯৯৯ টাকা ও রিয়েলমি ১৫টি ফাইভজির (৮ জিবি/২৫৬ জিবি) মাত্র ৩২,৯৯৯ টাকা। এআই-সক্ষম মোবাইল ফটোগ্রাফি ও পারফরম্যান্সের নতুন যুগে প্রবেশ করতে এখনই প্রি-অর্ডার করুন রিয়েলমি ১৫ সিরিজ।

ক্রেতারা তাদের পছন্দের মডেল ১২-১৫ অক্টোবর পর্যন্ত প্রি-বুক করতে পারবেন। প্রি-অর্ডার করা ক্রেতাদের জন্য থাকছে এক্সক্লুসিভ গিফট বক্স, রিয়েলমি বাডস টি২০০ লাইট, এক্সক্লুসিভ গোল্ড সার্ভিস কার্ড, রিয়েলমি এক্সক্লুসিভ ওয়াটার বোতল ও কার্ড ছাড়াই ইজি টপপে ক্যাশ ইএমআই সুবিধা। প্রি-অর্ডারের এই অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য এবং এক্ষেত্রে নির্ধারিত শর্তাবলী প্রযোজ্য হবে। বিশেষভাবে, প্রথম সেল পিরিয়ডে রিয়েলমি ১৫ প্রো ফাইভজি বা ১৫ ফাইভজি প্রি-অর্ডারের ক্রেতাদের জন্য এক্সক্লুসিভ গিফট বক্স থাকছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS