শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন

বারভিডার সঙ্গে ট্রাস্ট ব্যাংকের নলেজ শেয়ারিং ও রিকগনিশন ইভেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

অক্টোবর ৬, ২০২৫: ট্রাস্ট ব্যাংক পিএলসি সম্প্রতি বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (BARVIDA), তাদের সদস্যবৃন্দ এবং নতুন গাড়ি আমদানিকারক ও অ্যাসেম্বলারের সহযোগিতায় একটি নলেজ শেয়ারিং ও রিকগনিশন ইভেন্টের আয়োজন করে।

অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আহসান জামান চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, সিনিয়র নির্বাহী কর্মকর্তা এবং রিটেইল ব্যাংকিং ডিভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বারভিডার পক্ষ থেকে সভাপতি জনাব হক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট-১, নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন গাড়ির শোরুম মালিকরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও জনাব আহসান জামান চৌধুরী বলেন, “ট্রাস্ট ব্যাংক এই খাতকে সহায়তা করতে চায় গ্রাহকদের জন্য দ্রুত ঋণ প্রদান, গাড়ি আমদানিতে সহায়তা এবং বারভিডা আয়োজিত বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে।”

বারভিডার সভাপতি ও হক’স বে-র মালিক জনাব হক ট্রাস্ট ব্যাংককে ধন্যবাদ জানিয়ে বলেন, “বারভিডার জন্য এ ধরনের একটি সহযোগিতামূলক ইভেন্ট প্রথমবারের মতো আয়োজন করেছে ট্রাস্ট ব্যাংক, যা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।” তিনি আশা প্রকাশ করেন, ব্যাংক, গ্রাহক ও ব্যবসায়ী—সবার জন্যই এই সম্পর্ক পারস্পরিকভাবে লাভজনক হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS