শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৩:২১ অপরাহ্ন

ভারতের মদদে পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করছে : আধিপত্য প্রতিরোধ আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

শহীদ আবরার ফাহাদ হত্যা দিবস উপলক্ষে আধিপত্য প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে ৭ অক্টোবর ২০২৫ মঙ্গলবার বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সভাপতি, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ও জাতীয় ঐক্য জোটের মুখপাত্র মোহাম্মদ মাসুদ হোসেনের সভাপতিত্বে ও আধিপত্য প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব এরশাদুর রহমানের পরিচালনায় “ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ চাই, পানির আগ্রাসন ও সীমান্তে হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন” অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, ২০১৯ সালের ৭ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্ক জনক অধ্যায় রচিত হয়েছে। আধিপত্যবাদী গোষ্ঠী ভারতের আষ্ঠেপৃষ্ঠে লালিত পালিত হওয়া সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রলীগের দুষ্কৃতিকারীরা পানির অধিকার নিয়ে একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে শহীদ আবরার ফাহাদ কে ন্যাক্কারজনকভাবে পিটিয়ে হত্যা করে। এই হত্যার বিচার আজও সম্পন্ন হয়নি। আমরা এই হত্যার দ্রুত বিচারের দাবি জানাই।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে আর এই ষড়যন্ত্রের মূল কলকাঠি নাড়ছে আধিপত্যবাদী গোষ্ঠী ভারত। তারা পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীদের অস্ত্র গোলা বারুদ সরবরাহ করে নানান ছুতোয় দেশের ভিতর বিশৃঙ্খলা সৃষ্টি করছে, আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে ভারত সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আমাদের রাজনৈতিক স্ট্রাটিজি পরিবর্তনে বাধ্য হব। তখন ভারতের কাশ্মীরসহ সেভেন সিস্টার অঙ্গরাজ্যগুলো ধরে রাখা কঠিন হবে। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান ভারতের এই ষড়যন্ত্র মোকাবিলায় দ্রুত পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী ও ব্যাটালিয়ান পুলিশের যে ক্যাম্পগুলো প্রত্যাহার করা হয়েছিল দ্রুত সেই ক্যাম্পগুলো পুনঃস্থাপনের জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আমাদের পানির ন্যায্য হিস্যা আদায় করতে হবে ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভারত যদি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে না চায় তাহলে ইটের বদলে পাটকেলের জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমীর ড. এড. হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্য জোটের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব মাওলানা আলতাফ হোসাইন মোল্লা, তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমীন, যুগ্ম মহাসচিব এড. মাওলানা মোছাব্বির রহমান মোল্লা, জাগপা’র প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান আসাদ, মুভমেন্ট ফর প্যালস্টাইন বাংলাদেশ এর চিফ কো-অর্ডিনেটর হারুনুর রশিদ খান, জনজোট পার্টির চেয়ারম্যান মুজাম্মেল মিয়াজী, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের আহ্বায়ক মোস্তফা আল ইহযায, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা ওবায়দুল হক, ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি)’র দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম, জুলাই যোদ্ধা ও সমাজ সেবক নজরুল ইসলাম মজুমদার, জুলাই সম্মুখ যোদ্ধা ও আহত আল আমিন রাসেল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS