শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

জুলাই সনদ চূড়ান্তকরণে অভ্যুত্থানের পক্ষের সকল দলের মতামত নেয়া ও অংশীদার করা বাঞ্ছনীয় : জেপিবি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
২৪ এর গণঅভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক শক্তির ঐক্যমতের ভিত্তিতে ঐতিহাসিক জুলাই সনদ প্রণীত হওয়াউচিত। এতে নিবন্ধিত এবং অনিবন্ধিত সকল দলের মতামত নেওয়া না হলে এর গ্রহণযোগ্যতা নিয়ে ভবিষ্যতে প্রশ্ন উঠতে পারে।
আজ জনতা পার্টি বাংলাদেশ কার্যালয়ে রাজনৈতিক দলসমূহের মধ্যে বিকল্প রাজনৈতিক জোট গঠনের ধারাবাহিক মতবিনিময়ের এক অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এ মত প্রকাশ করেন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুসলীম লীগের সভাপতি জনাব মহসীন রশিদ। সঞ্চালনা করেন জনতা পার্টি বাংলাদেশ এর নির্বাহী চেয়ারম্যান জনাব গোলাম সারোয়ার মিলন।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, ফেব্রুয়ারীতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ করার লক্ষ্যে যাতে সকল রাজনৈতিক  দল অংশ নিতে পারে, সেজন্যে নির্বাচন কমিশনকে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সহজ এবং উদার করতে হবে। জুলাই বিপ্লবের পর এক-এগারোর সরকার প্রনীত নিবন্ধন বিধি কার্যকর থাকতে পারে না। নির্বাচন কমিশনকে নিরপেক্ষতার প্রমাণও দিতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুসলীম লীগের সাধারণ সম্পাদক জনাব আবুল খায়ের, জাগপা সভাপতি মহিউদ্দিন বাবলু, জনতা পার্টি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এবিএম ওয়ালিউর রহমান খান, মোহাম্মদ আব্দুল্লাহ্, এম এ ইউসুফ, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন (দ্বীপু মীর), জনতা পার্টি বাংলাদেশের শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক বশির আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ শাহ্ মোঃ সোলায়মান প্রমুখ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মহসিন রশিদ বলেন, বাংলাদেশে এখন একটি পরিণত রাজনৈতিক জোট গড়ে তোলা অপরিহার্য। ইসলামী মূল্যবোধ সামনে রেখে স্বাস্থ্য, শিক্ষা, সুশাসন ও ইনসাফ ভিত্তিক সমাজের কথা গুরুত্ব দিয়ে বলতে হবে। ভূরাজনীতির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সম্বন্ধে মানুষকে সুস্পষ্ট ধারণা দিতে হবে।
জনাব গোলাম সারোয়ার মিলন বলেন, শুধুমাত্র কয়েকটি দলকে নিয়ে ঐকমত্য কমিশন জুলাই সনদ চূড়ান্ত করলে তা বিপর্যয় ডেকে আনতে পারে। এই রাজনৈতিক অঙ্গীকারের দলিলে সার্বজনীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তা না হলে অভ্যুত্থানের পক্ষের শক্তি গুলোর মধ্যেই এ নিয়ে প্রশ্ন উঠতে পারে।
বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব প্রশ্ন করেন,ঐকমত্য কমিশনের ডাকা ৩১ দলের মধ্যে নিবন্ধিত দল কয়টি? নিবন্ধন হচ্ছে নির্বাচনে অংশগ্রহণের ছাড়পত্র। কিন্তু মতামত প্রদানের ছাড়পত্র নয়। শওকত মাহমুদ উল্লেখ করেন, নির্বাচন কমিশন শুধুমাত্র বড় ও ধনী দলগুলোর স্বার্থ দেখছে। মহিউদ্দিন বাবলু বলেন, আমরা একটি পরিণত জোট গঠন করতে আগ্রহী। দ্বীপু মীর বলেন, ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ে জোটের বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS