রাজশাহীতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. -এর মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার জরিমানা কালেকশনের ওপর একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আরএমপি ও জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর এবং সার্জেন্টদের নিয়ে ই-ট্রাফিক প্রসিকিউশন এবং জরিমানা আদায়ের পদ্ধতিগুলি তুলে ধরার জন্য কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এর সহযোগিতায় দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন জনাব ফারজানা ইসলাম, পুলিশ সুপার, রাজশাহী। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালিত হয় ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের এসপি জনাব কামরুন নাহার ও সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: মোফাক্কারুল ইসলাম এর তত্ত্বাবধানে। ব্যাংক এর পক্ষে বিশেষ অতিথি হিসেবে ছিলেন হেড অব কার্ডস জাহির আহমেদ। সার্বিক তদারকি ও পৃষ্টপোষকতা করেন কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) জনাব কিমিয়া সাআদত।
দিনব্যাপী এ প্রশিক্ষণের ফলে যে কোনো ব্যাংক কার্ড, মোবাইল আর্থিক পরিষেবা বা বিভিন্ন ব্যাংকিং অ্যাপের মাধ্যমে পস মেশিন ব্যবহার করে অতিসহজে ট্রাফিক জরিমানা পরিশোধ করা যাবে নিমিষে। বর্তমান পদ্ধতিতে রাজশাহী শহর এবং এর আশেপাশের এলাকায় কোনও যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে, ট্রাফিক ফাইন সংগ্রহের কালেকশন বুথের অভাবে ভুক্তভোগীর পক্ষে সেটি জমা দেয়া কঠিন হয়ে পড়তো। এই সমস্যাটি সহজ করার জন্য কমিউনিটি ব্যাংক একটি উন্নতমানের পস (POS) সিস্টেম চালু করেছে, যার মাধ্যমে বিভিন্ন ব্যাংকের ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ব্যবহার করে খুব সহজেই তাৎক্ষণিক সময়ে জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত স্মার্ট বাংলা কিউআর কোড (BANGLA QR) ব্যবহার করে বিকাশ, নগদ, রকেট, এমক্যাশের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসসহ ২১টি অনলাইন ব্যাংকিং অ্যাপস এবং ন্যাশনাল পেমেন্ট সুইফট অব বাংলাদেশের মোট ৫৬টিসহ সর্বমোট ৭৮টি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে বর্তমানে ট্রাফিক প্রসিকিউশন জরিমানার টাকা পরিশোধ করতে পারবেন। আর এই সকল জরিমানার টাকা কমিউনিটি ব্যাংকের পেমেন্ট চ্যানেল ব্যবহার করে যথাযথ প্রক্রিয়ায় সরকারি কোষাগারে জমা হবে। এই প্রক্রিয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই ডকুমেন্টস আটক রাখার প্রয়োজনও পড়বে না।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি. এর অন্যান্য কর্মকর্তা ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply