বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৬:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে মতবিনিময় মাধবপুরে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় জিরা ও ফুচকাসহ ট্রাক জব্দ হবিগঞ্জ আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ জন ভৈরবে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে শরিফুল আলম চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেলো বিএসএফ তীব্র গরম ও রোদে পুড়ছে সিলেট রাজশাহীতে ‘‘ই-ট্রাফিক পরিচালনা ও জারিমানা আদায়’’ সহজীকরণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় অবৈধভাবে রাখা ৫০টি হিরামন টিয়া ও ৩টি ঘুঘু উদ্ধার, পাখি পাচারকারী পলাতক আলমডাঙ্গায় পূজামণ্ডপ পরিদর্শন কালে শামসুজ্জামান দুদু- স্বৈরাচার পতনের পর নানামুখী দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে

এআই-ভিত্তিক ও আরও উন্নত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক উন্মোচন করলো হুয়াওয়ে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫: সম্প্রতি চীনের সাংহাইয়ে হুয়াওয়ের বার্ষিক প্রযুক্তি সম্মেলনহুয়াওয়ে কানেক্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছেএই আয়োজনে হুয়াওয়ের ডেটা কমিউনিকেশন প্রোডাক্ট লাইনের প্রেসিডেন্ট লিওন ওয়াং আরও উন্নত ও এআই-ভিত্তিক শিংহেইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সলিউশন সম্পর্কে ঘোষণা দিয়েছেন। এই সলিউশনে তিনটি স্তর রয়েছে – এআই-ভিত্তিক বুদ্ধিমত্তা, এআই-ভিত্তিক-সংযোগ এবং এআই-ভিত্তিকডিভাইস। এই স্তরগুলি এআই নেটওয়ার্কের সমন্বয়ে ভূমিকা রাখবে।

সলিউশনটি বিভিন্ন পরিস্থিতির জন্য উপযোগী সংযোগ পরিষেবা অভিজ্ঞতা প্রদান করেফলে ডেটা লস না হওয়ার পাশাপাশি দ্রুত গতিতে বেশি ডেটার আদান-প্রদান, কম পরিমাণ ল্যাটেন্সি ও উচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়। এআইয়ের জন্য প্রস্তুত নেটওয়ার্ক, এআই-চালিত নেটওয়ার্ক এআই-ভিত্তিক সুরক্ষা – এই ধারণার উপর ভিত্তি করে গঠিত সলিউশনটি বিভিন্ন শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তারসম্ভাবনাকে বিকশিত করবে

এআইয়ের ব্যবহার দ্রুত গতিতে বিশ্বকে বদলে দিয়ে ব্যবসায়িকপ্রতিষ্ঠানগুলির কার্যক্রমকে রূপান্তরিত করছেফলে নেটওয়ার্কের ক্ষেত্রেতিনটি প্রধান চাহিদা দেখা দিয়েছেকার্যকর কম্পিউটিং ক্ষমতারব্যবহার, উন্নত অভিজ্ঞতা নিশ্চয়তা অজানা হুমকি থেকে সুরক্ষাএগুলিকে বিবেচনায় রেখে হুয়াওয়ের শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্কেএআই-ভিত্তিক তিন স্তরের আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, যা চারটিমূল সলিউশনকে আরও উন্নত করবে। মূল সলিউশনগুলি হলো শিংহেএআই ক্যাম্পাস, শিংহে ইন্টেলিজেন্ট ওয়ান (WAN), শিংহে এআইফ্যাব্রিক ২.০ শিংহে এআই নেটওয়ার্ক সিকিউরিটি

শিংহে এআই ক্যাম্পাস ডিজিটাল জগৎ থেকে বাস্তব ক্ষেত্র পর্যন্ত নিরাপত্তা সম্প্রসারিত করে ক্যাম্পাস নেটওয়ার্কের পরিপূর্ণ নিরাপত্তদেয়শিংহে এআই ফ্যাব্রিক ২.০ সাধারণ কম্পিউটিং  ও  এআইকম্পিউটিংয়ে বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে কম্পিউটিংয়ের দক্ষতাকেপরিপূর্ণভাবে প্রয়োগ করে

শিংহে ইন্টেলিজেন্ট ওয়ান (WAN) উচ্চ ক্ষমতাসম্পন্নসমন্বিতকম্পিউটিং-নেটওয়ার্ক সেবা দেয়, যা প্রতিষ্ঠানগুলিকে প্রয়োজন অনুযায়ীকম্পিউটিং ব্যবহার করতে সাহায্য করে শিংহে এআই নেটওয়ার্কসিকিউরিটিএআই ভার্সেস এআই ধারণার ওপর ভিত্তি করে একটিপূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা ঠন করে অর্থাৎ, এটি ক্ষতিকারক কৃত্রিমবুদ্ধিমত্তার হুমকি মোকাবিলাতেও সক্ষমএর পাশাপাশি রয়েছে একটিনেটওয়ার্ক এজেন্ট হুয়াওয়ে নেটমাস্টার, যা এআইয়ের মাধ্যমে সবসময়স্বয়ংক্রিয় কার্যক্রমরক্ষণাবেক্ষণ করতে সক্ষম এটির ফলেনেটওয়ার্কে কোনো বিঘ্ন ঘটে না এবং নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত হয়

উক্ত সম্মেলনে হুয়াওয়েএর শীর্ষস্থানীয় শিল্প গ্রাহকদের যৌথউদ্ভাবনের সাফল্যও তুলে ধরা হয়।  হুয়াওয়ে ভবিষ্যতেও শিংহেইনটেলিজেন্ট নেটওয়ার্কের পণ্য সলিউশনকে আরও উন্নত করারপাশাপাশি গ্রাহকঅংশীদারদের সঙ্গে কাজ করে এআইভিত্তিকনেটওয়ার্ক গঠনে ভূমিকা রাখবে

বিস্তারিত জানতে: তানভীর আহমেদ, হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস, হুয়াওয়েসাউথ এশিয়া ০১৭১১০৮১০৬৪, tanvir.comms@huawei.com

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS