বরগুনার পাথরঘাটায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন এবং স্থানীয় একটি ক্লিনিকে একজন মারা যান।
বরগুনার সিভিল সার্জন আবু ফাত্তাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সরকারি হিসাবে, চলতি বছর বরগুনা জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে। এর মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে মারা গেছেন ৯ জন।
সর্বশেষ মারা যাওয়া ব্যক্তিরা হলেন- শুক্লা ঢালী (১৩), সুজন ঢালীর মেয়ে, ঘুটাবাছা, কালমেঘা ইউনিয়ন; হাসান (২৫), আমড়াতলা এলাকা; সিদ্দিক মোল্লা (৪৫), হরিদ্রা, কাকচিড়া ইউনিয়ন; নুরজাহান বেগম (৭৫), রুহিত এলাকা, পাথরঘাটা সদর ইউনিয়ন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রাখাল বিশ্বাস অপূর্ব জানান, কয়েক দিন আগে বৃষ্টি হলেও, বৃষ্টি কমে যাওয়ার পর থেকে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন নতুন জ্বরের রোগী আসছেন চিকিৎসা নিতে।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আজ সকাল পর্যন্ত বরগুনার বিভিন্ন হাসপাতালে ৪৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) চলতি বছরের জুনের মাঝামাঝি সময়ে বরগুনায় এডিস মশার লার্ভা নিয়ে জরিপ চালায়।
গত ২৬ জুন এক সংবাদ সম্মেলনে আইইডিসিআর জানায়, বরগুনা পৌর এলাকার ৩১ শতাংশ এবং গ্রামাঞ্চলের ৭৬ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply