১৬ই সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় যাচাই বাছাইকৃত ১০৯০টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও তালিকা গ্যাজেট আকারে প্রকাশ এবং অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও করণের জন্য গণবিজ্ঞপ্তি জারির দাবিতে হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে মোঃ রেজাউল হক এর সঞ্চালনায় জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান, মোঃ গোলাম আজম, মোঃ আব্দুস সাত্তার, মাওলানা মোঃ মোছলেহ উদ্দীন, মোঃ শহিদুল ইসলাম সাদ্দাম, মোঃ এনায়েতুর রহমান, মোঃ হাসনাইন, মোঃ ওসমান গণি, মোঃ রাসেল, মোঃ আব্দুল আলিম প্রমুখ। এছাড়াও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ। উক্ত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন ১৯৭৮ সালে ৯ অডিন্যান্স ২ এর ধারা মোতাবেক স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা সমূহ কে ১৯৮৪ সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড রেজিষ্ট্রেশন দেওয়া হয়। বাংলাদেশ ও বিশ্বে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সঙ্গে তাল মিলিয়ে ঘঈঞই কর্তৃক প্রকাশিত শিক্ষাক্রম ও পাঠ্যসূচক অনুযায়ী প্রাথমিক শিক্ষার ন্যায় সকল শিক্ষা পাঠদান করে আসতেছে। দেশে প্রাথমিক শিক্ষার ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষার্থীগণ উপবৃত্তি ও ফিডিং এর ব্যবস্থা ছিল। যা অজানা কারণে ২০২২ সাল থেকে বন্ধ। ১৯৯৪ইং সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও ১৮ হাজার প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের একই পরিপত্রে ৫০০ টাকা করে ভাতা প্রদান করা হয় কিন্তু ধীরে ধীরে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ২০১৩ সালে জাতীয়করণ হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা পূর্বেও ন্যায় বেতন বঞ্চিত রয়েছে। যারা বর্তমানে মানবেতর জীবন যাপন করছে। এ সময় সংগঠনের মহাসচিব মোঃ রেজাউল হক বলেন, বৈষম্য বিরোধী গণঅভ্যূত্থানের সরকার এর পক্ষ হইতে মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব গত ২৮ জানুয়ারি শাহবাগ মোড়ে এসে ঘোষণা দেন পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করা হবে। কিন্তু দুঃখের বিষয় এই ঘোষণার সাত মাস পর গত জুলাই মাসে মাত্র ১৫১৯ টি অনুদান প্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও করনের জন্য আবেদন গ্রহণ করেন। যা যাচাই বাছাই করে প্রায় দুই মাস পূর্বে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হলেও এখন পর্যন্ত আলোর মুখ দেখে নাই। যা আমাদেরকে আরো বেশি হতাশায় ফেলে দিয়েছে কারণ প্রায় ৯ হাজার প্রতিষ্ঠানের মধ্যে মাত্র ১৫১৯ টি মাদ্রাসার যাচাই বাছাই করে ১০৯০ টির ফাইল এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় গত ১৪ই সেপ্টেম্বর থেকে অবস্থান কর্মসূচি পালন করে আসছে। কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত এই দাবি দাওয়া পূরনের সুস্পষ্ট কোন ব্যাখ্যা পাওয়া যায় নি, বরং গতকাল পুলিশ বাহিনী দ্বারা ৫জন শিক্ষক গ্রেফতার সহ অসংখ্য শিক্ষক হয়রানির শিকার হয়েছে। পুলিশ কর্তৃক এই গ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সেই সাথে ৩ দফা দাবি উপস্থাপন করে নতুন কর্মসূচি ঘোষণাা করা হয়।
দাবীসমূহ : ১) বাছাইকৃত ১০৯০টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও তালিকা গ্যাজেট আকারে প্রকাশ । ২) অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিও করণের জন্য গণবিজ্ঞপ্তি জারি করা। ৩) অনুদান প্রাপ্ত ১৫১৯ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির সঙ্গে অনুদানবিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অনতিবিলম্বে উপবৃত্তি চালু করার দাবি।
কর্মসূচি: আগামী ১২ই অক্টোবর ২০২৫ইং তারিখ রোজ রবিবার দেশের সকল শিক্ষকদের কে নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালন করা হবে এবং নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply