আকাশে উড়ে বাতাসে ভেসে ভেসে
উত্তরা মাইলস্টোন স্কুলে ক্লাসে এসে,
বিধ্বস্ত হয়ে কেড়ে নিলো অনেক শিশুর প্রাণ
বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান।
ধরা যায় না ছোঁয়া যায় না পুড়ে ছাই
ধরলে শরীরের মাংস খসে যায়,
কেমন করে গোসল দেবে হায়রে হায়
কিভাবে হবে দাফন নামাজে জানাজায়।
শিশুদের আর্তনাদ স্বজনদের ব্যাথায ভারী মন
কেমন করে এমন হলো ভাবি সারাক্ষণ,
বিমান বিধস্তে অনেক শিশু হতাহত
আমরা ব্যাথিত সহমর্মী শোকাহত।
আমাদের দাবি আজ বিশ্বময়
আকাশ যেন হয় শান্তিময়,
আমাদের চাওয়া সবসময়
বিদ্যালয় যেন নিরাপদ হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply