রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান খেলছেন গ্লোবাল সুপার লিগে ভিন্ন এক দলে। তাকে নিজেদের স্কোয়াডে ভিড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস।
রোববার (৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করে দুবাই ক্যাপিটালস কর্তৃপক্ষ। পোস্টে জানানো হয়, দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের জায়গায় সাকিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, দুবাই ক্যাপিটালস ইনটারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০)-এর বর্তমান চ্যাম্পিয়ন। এবার তারা অংশ নিচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে।
এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট পাঁচটি দল—বাংলাদেশের রংপুর রাইডার্স ছাড়াও রয়েছে সেন্ট্রাল স্ট্যাগস (নিউজিল্যান্ড), গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স (ওয়েস্ট ইন্ডিজ), হোবার্ট হারিকেনস (অস্ট্রেলিয়া) এবং দুবাই ক্যাপিটালস (ইউএই)।
জিএসএল-এর উদ্বোধনী আসর শুরু হবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। প্রতিটি দল লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। এরপর সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ১৮ জুলাই ফাইনালে মুখোমুখি হবে।
টুর্নামেন্টে সাকিবের দল দুবাই ক্যাপিটালস নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১০ জুলাই, প্রতিপক্ষ নিউজিল্যান্ডের সেন্ট্রাল স্ট্যাগস। পরদিন ১১ জুলাই তারা মাঠে নামবে হোবার্ট হারিকেনসের বিপক্ষে। এরপর ১৩ জুলাই তাদের মুখোমুখি হবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের।
১৬ জুলাই লিগ পর্বের শেষ ম্যাচে দুবাই ক্যাপিটালস মুখোমুখি হবে সাকিবের নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের। ওই ম্যাচ ঘিরে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
বহুদিন পর আন্তর্জাতিক টুর্নামেন্টে ফিরছেন সাকিব। দুবাই ক্যাপিটালসে যোগ দেওয়ায় তার অভিজ্ঞতা এবার কাজে লাগবে নতুন পরিবেশে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply