বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পদে থেকে সংসদ নির্বাচন করতে পারবেন না: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ২০২ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন করলো বাংলাদেশ ব্যাংকবাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংক-কোম্পানীর কর্মকর্তা/কর্মচারীগণের জন্য উৎসাহ বোনাস প্রদান প্রসঙ্গে “জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি” দেশে শান্তি-শৃঙ্খলা নেই: মোমিন মেহেদী কালিয়ায় ”আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণঢ্য র্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার ও লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বকেয়া ফি–চার্জে প্রার্থীতা বাতিল হবে না, জানালো বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উদযাপন

পায়রা পয়েন্টের ‘ম্যাজিক চা’র জাদুতে মাতোয়ারা পর্যটকরা 

এস এল টি তুহিন
  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৯ Time View

বরিশাল প্রতিনিধিঃ পটুয়াখালীর লেবুখালীর পায়রা সেতুর পাশে গড়ে উঠেছে এক ব্যতিক্রমধর্মী পর্যটন কেন্দ্র‘পায়রা পয়েন্ট মার্কেট’। যেখানে প্রকৃতির সৌন্দর্য আর এক কাপ ‘ম্যাজিক চা’ মিলিয়ে তৈরি হয়েছে এক অনন্য পর্যটন অভিজ্ঞতা। দিন কিংবা রাত এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। আর এই জনসমাগমের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে রহস্যে মোড়া, মশলাভরা ‘ম্যাজিক চা’।

পায়রা সেতুর নান্দনিক সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের কাছে এখন অপরিহার্য হয়ে উঠেছে এই চায়ের স্বাদ। শুধু চা নয়, তার সঙ্গে থাকছে সুগন্ধি মশলার বাহার, ঘন দুধের মালাই আর অভিনব পরিবেশনা।

চায়ের দোকানের উদ্যোক্তা কাজী দুলাল বলেন,শুধু চা নয়, আমরা দিতে চাই এক কাপ ভালো লাগা। যেসব পর্যটক এখানে ক্লান্ত হয়ে বসে পড়েন, তাদের চোখে-মুখে যে প্রশান্তি দেখি ‘ম্যাজিক চা’ খাওয়ার পর, সেটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছে। কেউ বরিশাল থেকে, কেউ খুলনা, আবার কেউ সরাসরি ঢাকা থেকে। ‘ম্যাজিক চা’ এখন আর শুধু চা না, এটি একটি ব্র্যান্ড হয়ে উঠছে

চায়ের রয়েছে তিনটি ধরন :: স্পেশাল মালাই চা (৫০ টাকা), রেগুলার চা (২০ টাকা) এবং মিনি চা (২০ টাকা)। সঙ্গে আছে জনপ্রিয় দুই ধরনের পান—‘পাহাড়ি পান’ (৩০ টাকা) ও ‘আগুন পান’ (১০০ টাকা)। নাম যেমন আকর্ষণীয়, স্বাদেও ঠিক তেমনি বিস্ময়কর। আগুন পান নামটি এসেছে এতে ব্যবহৃত বিশেষ মশলার জন্য, যা মুখে দিলেই আগুনের ঝাঁজে ছড়িয়ে পড়ে এক ধরনের রোমাঞ্চ।

ঢাকা থেকে ঘুরতে আসা শিক্ষার্থী তানজিলা হোসেন বলেন,আমি এরকম চা আগে কখনও খাইনি। শুধু স্বাদ নয়, পরিবেশনা, কাপের ডিজাইন, এমনকি দোকানিদের হাসিমুখ সবকিছুতেই ছিল ভিন্নতা। এটা যেন একটা রীতিমতো অভিজ্ঞতা।

পায়রা পয়েন্ট মার্কেট এখন শুধু চায়ের জন্য বিখ্যাত নয়, বরং এটি হয়ে উঠেছে এক ছোটখাটো পর্যটন গন্তব্য। নদী আর সেতুর মিলনস্থলে বসে এক কাপ চায়ের চুমুক যেন ভ্রমণের ক্লান্তি ধুয়ে দেয় এক নিমিষেই।

এই ব্যতিক্রমী চায়ের স্পটটি স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলছে। কর্মসংস্থানের সুযোগ যেমন তৈরি হয়েছে, তেমনি পর্যটকদের ভিড়ে প্রাণ ফিরে পেয়েছে পুরো এলাকা।

স্থানীয় শামীম আহমেদ বলেন,এই ধরনের উদ্যোক্তা পর্যটনের নতুন দিগন্ত খুলে দিচ্ছে। চা দিয়ে এমন ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরির মধ্যে যে উদ্ভাবন আছে, তা প্রশংসনীয়। আমরা চাই, পায়রা পয়েন্ট হয়ে উঠুক দক্ষিণাঞ্চলের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য।

এখানে চায়ের পাশাপাশি যোগ করা হচ্ছে স্থানীয় হস্তশিল্প, কুয়াকাটার ফটোগ্যালারি, শিশুদের জন্য খেলাধুলার আয়োজন এবং লাইভ মিউজিক। উদ্যোক্তারা বলছেন, পর্যটকদের পুরো অভিজ্ঞতাটাকে আরও সমৃদ্ধ করতে চান তারা। 

চায়ের কাপেও যে রোমাঞ্চ থাকতে পারে, পায়রা পয়েন্টের ‘ম্যাজিক চা’ তার জীবন্ত উদাহরণ। এখানে এক কাপ চা মানেই ক্লান্তি মুছে যাওয়া, নতুন উদ্দীপনা জাগানো আর প্রকৃতির কোলে এক চুমুক প্রশান্তির অভিজ্ঞতা। তাই পায়রা সেতু ঘুরতে গেলে আর ভুল করেও যেন কেউ ‘ম্যাজিক চা’র স্বাদ না নিলে মিস কবেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS