বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন

জ্বালানির মূল্য কমানোর সুযোগ সৃষ্টি হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

আগের সরকারের জ্বালানি ক্রয়-সংক্রান্ত চুক্তিগুলোর কারণে বেড়েছে জ্বালানির দাম। তবে বর্তমানে দুর্নীতি হ্রাস পাওয়ায় জ্বালানির মূল্য কমানোর সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এস কে বশির উদ্দিন।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীতে ১৯তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্ট মেশিনারি প্রদর্শনী ২০২৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ জনবহুল দেশ। এনার্জির সংকট রয়েছে স্বীকার করি। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে জ্বালানি এখন চ্যালেঞ্জের। তাই নবায়নযোগ্য শক্তির দিকে জোর দিতে হবে। ব্যবসায় স্থায়ী খরচ কমাতে হবে, মূল্য সংযোজন বাড়াতে হবে।

আকিজ গ্রুপ গ্যাসের পরিবর্তে আরইবি বিদ্যুৎ ব্যবহারের জন্য সৌরবিদ্যুতে বিনিয়োগের করে। সেখানে তাদের মোট জ্বালানির ৫০ শতাংশ সৌরশক্তি থেকে উৎপাদনের পরিকল্পনা করছে।

এলডিসি থেকে উত্তরণের পর বিশেষ বাজার সুবিধা আর থাকবে না, উল্লেখ করে উপদেষ্টা বলেন, প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে যেকোনোভাবে স্থির খরচ হ্রাস করতে হবে এবং দক্ষতা বৃদ্ধি করতে হবে।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক এম ডি হাফিজুর রহমান বলেন, এই ধরনের বাণিজ্য মেলা শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই প্রযুক্তি খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শিল্পের জন্য দিক নির্দেশনা চেয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, এই খাতে ২২ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে, যা রপ্তানিমুখী শিল্পের জন্য ১০০ শতাংশ নিট পোশাক সরবরাহের সক্ষমতা তৈরি করেছে।

তিনি আরও বলেন, সরকার যদি আগামী ১০ বছরের জন্য গ্যাসের দাম এবং ব্যাংকের সুদের হার সম্পর্কে দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে পারে, তাহলে আমরা আরও বিনিয়োগ করতে পারবো। কোনো বিনিয়োগকারী অনিশ্চয়তার মধ্যে থাকতে চায় না।

এ মেলায় চীন, জার্মানি, ভারত, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া ও তুরস্কসহ ৩৩টি দেশের ১ হাজার ৬০০টি স্টল এবং ১১০০ এরও অধিক ব্র্যান্ড টেক্সটাইল ও গার্মেন্ট খাতের সর্বাধুনিক প্রযুক্তিসমূহ প্রদর্শন করবে।

আয়োজকরা জানান, মেলায় টেক্সটাইল মেশিনারি, ফেব্রিক, ফিলামেন্ট, কেমিক্যালস, ডাইং প্রযুক্তি এবং এক্সেসরিজ প্রদর্শন করা হবে। এছাড়াও টেকসই উৎপাদন ও আধুনিক প্রযুক্তি নিয়ে অনুষ্ঠিত সেমিনার থাকবে। পাশাপাশি ২১ ও ২২ ফেব্রুয়ারি আইসিসিবির ৩ নম্বর হলে ডিটিজি ফ্যাশন শো থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS