মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

পেনশন স্কিম ‘প্রত্যয়’ চালু আজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪

স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের জন্য সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ চালু হয়েছে আজ। এর মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা থাকায় এ পেনশন স্কিম বাতিলের দাবিতে আন্দোলন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।

গত কদিন ধরে ধারাবাহিক আন্দোলনের পরও এ পেনশন স্কিম বাতিল না করায় আজ (১ জুলাই) থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

পেনশন স্কিম প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচিতে অচল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

সরেজমিনে দেখা যায়, শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় মুখর থাকা ক্লাস রুমে ঝুলছে তালা। খোলার দিনেও বিশ্ববিদ্যালয়ে নেই চিরচেনা সেই ব্যস্ততা।

বিভাগের অফিস রুমও বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রতিটি একাডেমিক ভবনে সুনসান নীরবতা। বন্ধ কেন্দ্রীয় লাইব্রেরিও।

কলাভবনের মূল ফটকে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও শিক্ষকরা বলেন, প্রত্যয় স্কিম ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থি। এতে আগামী দিনে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহ হারাবেন।

দলমত নির্বিশেষে সব শিক্ষকই এ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। শিক্ষকরা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে এটি জারি করা হয়েছে।

এদিকে, পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে শিক্ষকরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও (জবি)  একরকম অচল।

কর্মবিরতির কারণে এ বিশ্ববিদ্যালযয়েও ক্লাস ও পরীক্ষা বন্ধ। এদিন জবির শহীদ মিনারের সামনে এক ঘণ্টা অবস্থান ধর্মঘট করেন শিক্ষকরা। সেখানে বিশ্ববিদ্যালয় দিবসের সব অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

শিক্ষকরা বলছেন, এ পেনশন স্কিম বাস্তবায়ন হলে শুধু তারাই নন, জুলাই থেকে যোগদান করা শিক্ষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন। ফলে শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবেন না মেধাবীরা।

তারা অভিযোগ করে বলেন, এতদিন ধরে কর্মসূচি পালন করলেও বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। কোনোরকম আলোচনা না করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ অবস্থায় বাধ্য হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS