সুপার এইটে নিজেদের জায়গা নিশ্চিত করতে পাপুয়া নিউগিনিকে হারালেই হতো আফগানিস্তানের। শুক্রবার (১৪ জুন) পিএনজিকে ৭ উইকেটে হারিয়ে সুপার এইটে নিজেদের জায়গা নিশ্চিত করেছে রশিদ খানের দল। আফগানিস্তানের জয়ে কপাল পুড়ল নিউজিল্যান্ডের। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হল গতবারের সেমিফাইনালিস্টদের।
ত্রিনিদাদ ও টোবাকোতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নবীন-ফারুকির বোলিং তোপে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় পাপুয়া নিউগিনি। মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে তেমন বেগ পেতে হয়নি গুরবাজ-নাইবদের। ৭ উইকেট ও ২৯ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।
৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে অবশ্য দুই উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। ইনিংসের দ্বিতীয় ওভারেই কামেয়ার বলে বোল্ড হন ইব্রাহিম জাদরান। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। ইনিংসের তৃতীয় ওভারে আরেক ওপেনার গুরবাজকেও হারায় আফগানিস্তান। তিনিও বোল্ড হন আলেই নাও-র বলে।
মাঝে ওমারজাই ১৩ রান করে ফিরলেও গুলবাদিন নায়েব এবং মোহাম্মদ নবী দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। নায়েব ৩৬ বলে ৪৯ রানের অপরজিত ইনিংস খেলেন। নবী অপরজিত থাকেন ২৩ বলে ১৬ রানে।
এর আগে মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায় পিএনজি। পাপুয়া নিউগিনির হয়ে সর্বোচ্চ রান এসেছে কিপলিন ডোরিগার ব্যাট থেকে। দুই চারে ৩২ বলে ২৭ রান করেন তিনি। আফগানিস্তানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন ফজলহক ফারুকি। ৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট পেয়েছেন এই পেসার। ম্যাচসেরাও হয়েছেন তিনি।
এছাড়াও নাভিন-উল হক ২.৫ ওভারে মাত্র ৪ রানে নিয়েছে ২ উইকেট। একটি উইকেট নিয়েছেন নুর আহমেদ। আর পিএনজির চার ব্যাটসম্যান হয়েছেন রান আউট।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply