সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভৈরবে মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ১০ দফা দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের মানববন্ধন মাইগ্রেশনের দাবি আইচি মেডিকেলের ১৫০ শিক্ষার্থীর ভৈরবে হাসপাতালে ভর্তির পর খোঁজ নেননি পরিবার, ৪৮দিন পর ব্যক্তির মৃত্যু আইবিটিআরএ-তে ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু শহীদ ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল সিলেটে তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস স্ট্যান্ডার্ড ব্যাংকের আয়োজনে ‘ইনভেস্টমেন্ট অপারেশনস্ অ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ মেট্রোরেলে ১৮ দিনে আয় ২০ কোটি টাকা

মুলাদী উপজেলা পরিষদ: রিটার্নিং অফিসারের নিকট প্রার্থিতা বাতিলের আবেদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২১৫ Time View

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরুর নির্বাচনী আচরণ বিধি লংঘন করার অভিযোগে তার প্রার্থীতা বাতিলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রিটার্নিং অফিসারের নিকট আবেদন করেছেন আনারস মার্কার প্রার্থী মোঃ তারিকুল হাসান খান মিঠু।

গত ৭ মে দায়েরকৃত এক আবেদন অনুযায়ী জানা যায়, গত ৬ মে ২০২৪ বেলা ৩.৩০ মিনিটের সময় দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরু সফিপুর ইউনিয়নে গণসংযোগ করার সময় চরপদ্মা গ্রামের নলী বাড়ীতে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে প্রকাশ্যে টাকা বিতরণ করেছেন। ছবিগুলো তার নিজের ফেইসবুকে আপলোড করা হয়েছে।

এছাড়াও গত ৫ মে আনুমানিক ৬.৪০ মিনিটে কাজিরচর ইউনিয়নের ৬৪নং রাগুয়া কাজিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জনসভা করেছেন এবং ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সরকারি কক্ষ দোয়াত কলম মার্কার প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরু ব্যবহার করেছেন। ঐ ছবিও তিনি তার নিজস্ব ফেইসবুকে আপলোড করেছে। বিষয়টি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের সামিল মনে করেন আবেদনকারী। তাই তিনি বিষয়টি তদন্তপূর্বক অভিযুক্ত দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরু প্রার্থীতা বাতিল ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন।

এ বিষয়ে দোয়াত কলম প্রতীকের প্রার্থী মোঃ জহির উদ্দিন খসরু বলেন, ভোট চাইতে গিয়ে অনেক সময় মানবিক কারণে দুয়েকজনকে সহযোগীতা করতে হয়। এসময় কেউ আসে ব্যক্তিগত সমস্যা নিয়ে বা কেউ আসে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অনুষ্ঠানের বিষয় নিয়ে। তিনি আরো বলেন, টাকা দিয়ে ভোট কিনার বিষয়টি সম্পূর্ণ মনগড়া। প্রকাশ থাকে যে, আগামী ২১ মে মুলাদী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS