ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার গ্রিনিচ মান সময় সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়েছে বলে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পটি উত্তর মালুকু প্রদেশের হালমাহেরা দ্বীপে আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এছাড়া কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মালাক্কা সাগরে ভূমিকম্পের কারণে ‘সুনামির কোনো আশঙ্কা নেই।’
ইন্দোনেশিয়ার জিওফিজিক্স এজেন্সি (বিএমকেজি) সম্ভাব্য আফটারশকের কাছাকাছি এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply