সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

জয়পুরহাটে পৃথক মামলায় দুই ভাইসহ তিনজনের যাবজ্জীবন

আব্দুল্লাহ হেল বাকী
  • আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে পৃথক মামলায় দুই ভাইসহ তিনজনের যাবজ্জীবন কারাদÐ দিয়েছে আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।

দÐপ্রাপ্তরা হলেন- জেলার পাঁচবিবি উপজেলার কলদপুর গ্রামের দুই ভাই আনিছুর রহমান (৫৫) ও নজরুল ইসলাম (৫৩) এবং নওগাঁর বাগবাড়ি চকপ্রাণ গ্রামের সোহাগ হোসেন (৩২)। যাবজ্জীবনসহ প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে শেওলা খাতুনের সঙ্গে একই এলাকার আব্দুল কুদ্দুস নামে এক যুবকের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝসড়া ঝাঁটি লেগেই থাকত।

২০০৫ সালের ২০ নভেম্বর রাতে তাদের আবারও ঝগড়া হলে শেওলা খাতুন মীমাংসা জন্য আনিছ ও নজরুল দুই ভাইকে ডেকে আনেন। এরপর শেওলা খাতুনের পক্ষ নিয়ে দুই ভাই কুদ্দুসকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। এতে কুদ্দুস ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের বড় ভাই লুৎফর রহমান বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন।

অন্যদিকে, ২০২১ সালের ২০ নভেম্বর জয়পুরহাট-আক্কেলপুর রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ৫০টি নেশা জাতীয় ইনজেকশানসহ সোহাগ হোসেনকে গ্রেপ্তারের পর সান্তাহার রেলওয়ে পুলিশ মামলা করে।

রায় ঘোষণার সময় হত্যা মামলায় আসামিরা আদালতে হাজির ছিলেন। তবে মাদক মামলায় সোহাগ জামিনের পর থেকেই পলাতক বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS