দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ডিবি পুলিশের ভুয়া দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি পালসার মোটরসাইকেল, ৮টি ডলার, ২টি হ্যান্ডকাপ ও ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।
উপজেলার শিবরামপুর ইউনিয়নের মুরারীপুর বাজারের পার্শ্ববর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে বীরগঞ্জ থানার পুলিশের একটি টিম।
গ্রেফতারকৃতরা হলো- মুরারীপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৭) ও মৃত আনিস মিয়ার ছেলে মো: শহিদুল ইসলাম (৪০)।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। এরপর তাদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ওই পরিমাণ ডলার, টাকা, হ্যান্ডকাপ ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে ওই দুইজন ডলার প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা উপজেলার বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে কৌশলে ডলার প্রতারণা করে লোকজনকে ঠকিয়ে আসছিল।
আসামিদের বিরুদ্ধে বীরগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি মামলার দায়ের করা হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছিল।
Design & Developed By: ECONOMIC NEWS