নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে শহরের নতুন বাজার সিঙ্গার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার পার্বতীপুর থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফুলবাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন।
গ্রেপ্তাররা হলো নিলফামারীর জলঢাকা উপজেলার কিশমতপ্রতা বটতলা এলাকার আমির আলীর ছেলে সম্রাট মিয়া (২৯) এবং একই এলাকার মোবারক হোসাইনের ছেলে আবুল কালাম আজাদ (২০)। সম্রাট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আবুল কালাম সৈয়দপুরে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি পদে কর্মরত।
অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন জানান, বুধবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিঙ্গার মোড় থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রাথমিক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির কাজে ব্যবহৃত ৯টি ব্লুটুথ ডিভাইস, ৯টি মাইক স্পাই এয়ারফোন, তিনটি মোবাইল ফোন, স্পাই এয়ারফোনে ব্যবহৃত ব্যাটারি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা জানান, শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এসব ডিভাইস ব্যবহার করে পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের সুযোগ করে দেওয়ার প্রস্তুতি ছিল। প্রার্থীভেদে এসব ডিভাইস এক লাখ থেকে তিন লাখ টাকায় বিক্রি করত প্রতারক চক্রের সদস্যরা।
সংবাদ সম্মেলনে পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান, পরিদর্শক (তদন্ত) হাফিজ মো. রায়হানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS