বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের ইতিহাস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

শক্তিশালী নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করেছে বাংলাদেশ। ঘরের মাটিতে কিউইদের বিপক্ষে সাদা পোশাকে প্রথম জয় তুলে নেয়ার পথে বল হাতে টাইগারদের নায়ক স্পিনার তাইজুল ইসলাম। নিজের টেস্ট ক্যারিয়ারে ১২তম ফাইফারের দেখা পেয়েছেন তিনি।

সিলেট টেস্টে শনিবার (২ ডিসেম্বর) নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশে। ৩৩২ রান তাড়ায় নেমে পঞ্চম দিনের প্রথম সেশনেই কিউইদের দ্বিতীয় ইনিংস থেমেছে ১৮১ রানে। একাই ৬ উইকেট শিকার করেছেন তাইজুল। এ জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

বাংলাদেশের জয় অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল চতুর্থ দিনেই। টাইগার স্পিনারদের তোপে মাত্র ১১৩ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে বসেছিল নিউজিল্যান্ড। শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ২১৯ রান। ক্রিজে ৪৪ রানে অপরাজিত ছিলেন ড্যারিল মিচেল। তবে তাকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি নাঈম হাসান। দিনের দশম ওভারে টাইগার স্পিনারকে সুইপ খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ারে তাইজুলের হাতে ধরা পড়েন পড়েন এ ব্যাটার। ১২০ বলে ৭ চারের মারে ৫৮ রানে থামে তার ইনিংস। দ্বিতীয় ইনিংসে কিউইদের পক্ষে তিনিই একমাত্র ফিফটির দেখা পেয়েছিলেন।

এরপর ক্রিজে থেমে আগ্রাসী ভঙ্গিতে ব্যাট চালান অধিনায়ক টিম সাউদি। তাতে কিছুটা ভীতির সঞ্চার হয়েছিল টাইগার শিবিরে। তবে তাকে খুব বেশি দূর এগোতে দেননি তাইজুল। ২৪ বলে ২ ছক্কা আর ১ চারে ৩৪ রান করে তিনি ক্যাচ তুলে দেন জাকির হাসানের হাতে। দলের পক্ষে তিনিই এ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আগের দিন ২৪ বলে ৭ রানে অপরাজিত থাকা ইশ সোধি ৯১ বলে ২২ রানের ইনিংস খেলে তাইজুলের শিকার হলে শেষ হয় কিউইদের দ্বিতীয় ইনিংস।

বাংলাদেশের পক্ষে ৭৫ রান খরচায় ৬ উইকেট তুলে নেন তাইজুল। এর আগে প্রথম ইনিংসে তার শিকার ছিল ৪ উইকেট। নাঈম হাসান নেন ২ উইকেট। ১টি করে উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ ও শরিফুল ইসলাম।

এর আগে মাহমুদুল হাসান জয়ের ৮৬ রানের ইনিংসের কল্যাণে প্রথম ইনিংসে ৩১০ রান তুলেছিল বাংলাদেশ। আর দ্বিতীয় ইনিংসে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মুশফিকুর রহিম ও মেহেদীর ফিফটিতে ৩৩৮ রান সংগ্রহ করে টাইগাররা। তাতে প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ৩১৭ রান তোলার কিউইদের সামনে লক্ষ্যটা গিয়ে দাঁড়ায় ৩৩২ রান।

এ নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ টেস্টের দেখায় এ নিয়ে দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে কিউইদের প্রথমবার টেস্ট হারানো টাইগাররা আগের জয়টি পেয়েছিল গত বছর প্রতিপক্ষের মাটিতে।

সিলেট পর্বে সফল শান্ত বাহিনীর পরবর্তী অভিযান ঢাকার মিরপুরে। সিরিজের দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ৬ ডিসেম্বর। অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ম্যাচে জয়ের দেখা পাওয়া শান্তর সামনে এখন নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে প্রথমবার টেস্ট সিরিজ জিতিয়ে ইতিহাস গড়ার হাতছানি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS