বরিশাল অফিস: সারাদেশে ইলিশের নিষেধাজ্ঞা শুরুর পর থেকেই বাংলাদেশ সরকারের এমন নীতিমালা বাস্তবায়নের লক্ষে কাজ করতে যাচ্ছে কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন বরিশাল।
বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর) বরিশাল মৎস্য বিভাগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নৌপুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশন বরিশাল কর্তৃক জেলার বাকেরগঞ্জ উপজেলাধীন তেতুলিয়া নদীর চন্দ্রমোহন,দূর্গাপাশা, কালাবদর এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন এইচ এম এম হারুন-অর-রশীদ জানান , ইলিশ নিষেধাজ্ঞা অভিযানে ২০ হাজার মিটার ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৯ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাল মোঃ নাসিরউদ্দীন, সহকারী পরিচালক মৎস্য বিভাগ, বরিশাল এবং লুৎফর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বরিশাল এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এছাড়াও আটককৃত জেলেদের নির্বাহী ম্যজিস্ট্রেটের উপস্থিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ জনকে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং ০১ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply