শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৭:৪৭ পূর্বাহ্ন

বরিশালে সরকারি খাস জমি দখল করে লাখ টাকার বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

বরিশাল অফিস: বরিশাল সদর উপজেলার চরমোনাই কীর্তনখোলা নদীর তীর থেকে শুরু করে ও চরবাড়িয়া ইউনিয়ানে লামচড়ি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের পাশ ঘিরে প্রায় ১০ একর সরকারি খাস জমি স্থানীয় ইউপি সদস্য মামুন আকন ও কবির মৃধার বিরুদ্ধে দখল করার অভিযোগ উঠেছে ।

লামচড়ি গ্রামের শরুব আলী হাওলাদার নামে এক ব্যাক্তি অভিযোগ করে বলেন, এই গ্রামের ইউপি সদস্য মামুন আকন ও কবির মৃধা বেশ কিছু দিন ধরে আশ্রয়ণ প্রকল্প পাশ ঘিরে সরকারি খাস জমি দখল করে গাছ লাগিয়ে সেই গাছের ফসল বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। সরকারি খাস জমি হওয়ায় এতদিন স্থানীয় কৃষকরা এই সব জমিতে ধান চাষ করতেন। কিন্তু দখল হয়ে যাওয়ার পর থেকে কৃষকরা আর চাষ করতে পারছেন না। চাষাবাদের জমি হারিয়ে কৃষকদের পরিবার নিয়ে চলতে কষ্ট হচ্ছে । দখলবাজদের হাত থেকে সরকারি খাস ফসলি জমি ফিরে পেতে অনেক বার বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলেও কোনো কাজ হয়নি।

জমি দখলের বিষয়ে জানতে চাইলে স্থানীয়  ইউপি সদস্য মামুন আকন ও কবির মৃধা মোবাইল ফোনে জানান, আমাদের বিরুদ্ধে স্থানীয় কিছু লোক ষড়যন্ত্র করে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে । আমারা কয়েকজন মিলে অনাবাদি ফেলে রাখা জমিতে পেঁপে গাছসহ বিভিন্ন প্রকার সবজি ফসল আবাদ করি। যার অল্প কিছু বিক্রী করি, বাকিটা স্থানীয় মানুষদের মধ্যে বিলিয়ে দেয়া হয় । এ জায়গায় ফসল চাষ করার প্রধান উদ্দেশ্য মূলধন আসার পরে অতিরিক্ত ফসল মানব সেবায় হতদরিদ্রদের মধ্যে দান করার জন্য।

এ বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, চরবাড়িয়া ইউনিয়নে লামচড়ি গ্রামের আশ্রয়ণ প্রকল্প পাশ ঘিরে জমি দখলের বিষয়ে লিখিত অভিযোগ না পেলেও কয়েকজন আমাকে মৌখিকভাবে বলেছেন। যেহেতু আমাদের আশ্রয়ণ প্রকল্প পাশেই সরকারি খাস জমি দখলের অভিযোগ উঠেছে, তাই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে দখল করা জমি থেকে গাছপালাসহ সকল কিছু সরিয়ে নিতে টাইম বেঁধে দিয়েছি । সেই সময়ের মধ্যে যদি তারা দখল না ছাড়ে, তাহলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS