★ রেজিষ্ট্রেশন-জন্ম নিবন্ধন লাগবে না★
বরিশাল অফিস : আগামী ২৬ ফেব্রুয়ারীর পর আর করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হবে না বলে ঘোষনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যে কারনে ওই দিনই বিশেষ কর্মসূচীর আওতায় টিকা গ্রহন করেনি এমন লোকদের টিকা দেওয়ার কথাও জানিয়েছে সংস্থাটি। বরিশালে এই দিন পৌনে ৮ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। এর মধ্যে বরিশাল সিটি করপোরেশন এলাকায় লক্ষ্যমাত্রা ২ লাখ ৪৩ হাজার এবং বিভাগের ছয় জেলায় ৫ লাখ ২৮ হাজার। এ কর্মসূচী বাস্তবায়নে এক দিনের জন্য বৃদ্ধি করা হবে টিকা কেন্দ্র ও জনবলের সংখ্যা। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের মুখমাত্র উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারী জাতীয় প্রোগ্রাম। আমরা শুধু সেটি বাস্তবায়ন করবো।
স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশনা এসেছে শুধু ওই দিনই সিটি করপোরেশন এলাকায় প্রতিটি ওয়ার্ডে ৯ টি এবং প্রতিটি ইউনিয়নে ৩ টি করে টিকা কেন্দ্র স্থাপন করতে হবে। সিটি করপোরেশনের প্রতিটি কেন্দ্রে ৯’শ এবং ইউনিয়ন পর্যায়ে প্রতিটি কেন্দ্রে ৫’শ মানুষ কে টিকা প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। সে ক্ষেত্রে বরিশাল সিটি করপোরেশনের ৩০ টি ওয়ার্ডে ২ লাখ ৪৩ হাজার এবং বিভাগের ৩৫২ টি ইউনিয়নে সোয়া ৫ লাখ ২৮ হাজার মানুষ টিকার আওতায় আসবে বলে আশা বরিশাল স্বাস্থ্য বিভাগের। এছাড়া প্রতিটি উপজেলার হাসপাতালে নির্ধারিত যে টিকাকেন্দ্র রয়েছে, তার বাইরে অতিরিক্ত পাঁচটি করে মোবাইল টিম থাকবে।
জেলা পর্যায়ে নির্ধারিত টিকা কেন্দ্র ছাড়াও ২০টি করে অতিরিক্ত মোবাইল টিম থাকবে। ওয়ার্ড পর্যায়ে তিনটি করে টিম কাজ করবে। ওইদিন টিকা নিতে কোনো রেজিস্ট্রেশন বা জন্ম নিবন্ধন সনদ লাগবে না।
প্রসঙ্গত মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এক ভিডিও বার্তায় ২৬ ফেব্রুয়ারী প্রথম ডোজ গ্রহনের শেষ দিন ঘোষনা দেন।
এ সময় তিনি এখনো যারা টিকা গ্রহণ করেননি তাদের টিকা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, যারা হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তাদের বেশিরভাগই টিকা গ্রহণ করেননি। যারা টিকা গ্রহণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা কম।
তিনি বলেন, ২৬ ফেব্রুয়ারি একদিনে সর্বোচ্চ সংখ্যক প্রথম ডোজের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শেষ হবে। পরে দ্বিতীয় এবং বুস্টার ডোজ প্রদান করা হবে। তাই অনতিবিলম্বে তিনি সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply