নিজস্ব প্রতিবেদকঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আবারও ভুয়া নির্বাচনের আলামত দেখা যাচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যেকোনো মূল্যে পাতানো নির্বাচনের সব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
আজ শুক্রবার (৪ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠের জনসভা থেকে তিনি এই ঘোষণা দেন। ক্ষমতায় গেলে মদিনার আদলে ইসলামী সমাজ গঠনের আশ্বাসও দেন জামায়াত আমির।
দেড় যুগ পর রংপুরে জামায়াতে ইসলামীর জনসভায় জনতার ঢল নামে। রংপুর জিলা স্কুল মাঠ পরিণত হয় জনসমুদ্রে। জিলা স্কুল মাঠের পাশাপাশি আশপাশের কয়েক কিলোমিটার সড়কেও অবস্থান নেয় জামায়াতের নেতাকর্মীরা। সমাবেশের শুরুতে উত্তরের তেত্রিশ আসনে জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
জামায়াত নেতারা বলেন, ইসলামী শক্তির ঐক্যের মাধ্যমে দেশে শান্তি ও সুবিচার প্রতিষ্ঠা পাবে।
নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ গড়তে ইসলামপন্থীদের ক্ষমতায় বসানোর আহ্বান জানান সদ্য কারামুক্ত নেতা এ টি এম আজহারুল ইসলাম।
সমাবেশে জামায়াতের আমির বলেন, হাসিনার স্বৈরশাসন হটানো মানুষ এদেশে আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না। নতুন বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় তরুণদের প্রস্তুত থাকার আহ্বান জানান জামায়াত আমির।
জনসভায় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন আমন্ত্রিত হয়ে এসেছিলেন। কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বক্তব্য দেন।
জনসভায় এনসিপি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও শহীদ আবু সাঈদের বড়ভাই রমজান আলী বক্তব্য দেন।
রংপুর জেলা ও মহানগর জামায়াত আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন রংপুর মহানগর জামায়াতের আমির এ টি এম আজম খান। দুপুর আড়াইটায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত জনসভার কার্যক্রম চালানো হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply