লিটন পাঠান, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে করগাঁও ইউনিয়নের কুড়িশাইল বেগমপুর গ্রামে মতিলাল দাস নামে এক ব্যক্তি নিজের মেয়ে পূর্ণিমা রানী দাস (২৫)-কে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক পিতা মতিলাল দাসকে আটক করে। মেয়ের মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
Leave a Reply