নিজস্ব প্রতিবেদকঃ পাবনা জেলার আমিনপুর থানার সিন্দুরিয়া গ্রামে ভূমিহীন কৃষক দিনমজুররা আজ ৪ জুলাই ২০২৫ শুক্রবার ভূমি দস্যদের বিরুদ্ধে একটা বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করেন।
উক্ত সবাই উপস্থিত ছিলেন ভুক্তভোগী ভূমিহীন কৃষক। প্রতিবাদ সভায় তারা জানান, আজকে আমরা ৮০ থেকে ৭০ বছর এই জায়গাতে বসবাস করছি। যখন যে সরকার পরিবর্তন হয় বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রছায়ায় নেতারা আমাদেরকে হয়রানি করে ও জায়গার মালিকানা দাবি করে। বর্তমানে স্থানীয় আলমের জামাই, তিনি সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা ভূমিদস্যু ভুয়া জাল দলিল বানিয়ে ভূমিহীন মানুষদের উপরে মিথ্যা মামলা দিয়ে তাদের ভয় ভীতি দেখাচ্ছে। থানার কর্মকর্তাদের দিয়ে বিভিন্ন হুমকিধামকি দিচ্ছে। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে নাম ব্যবহার করে তাদেরকে সাথে এনে এ সকল মানুষদেরকে ভয় দেখাচ্ছে। হামলা করছে।
এলাকার ভুক্তভোগীরা জোর দাবি জানান, প্রশাসনিক ভাবে এইটা যেন সমাধান করা হয়। তাদের দাবি সরকারি আইন অনুযায়ী যেটা হবে সেটাই আমরা মেনে নেব। আর আমাদের মৌজার জায়গা যেন আমাদের এলাকার লোকজনের থাকে।
এ সময় রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন, স্থানীয় ভুক্তভোগীরা সুকুমার শিল, মোঃ ইউনুস শেখ, ইমাম শেখ, আসাদ শেখ, মোছাম্মৎ শামেলা খাতুন, মোছাম্মৎ রিমা খাতুন, মোছাম্মৎ রঙ্গ খাতুনসহ আরো অনেকেই।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply