নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারায় পড়া না পারায় হেফজপড়ুয়া শিশুকে মারধরের পর ব্লেড দিয়ে কেটে পিঠে মরিচের গুঁড়া দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়।
নির্যাতনের শিকার শিক্ষার্থী আনোয়ারা উপজেলার ইমাম আজম ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন একাডেমির শিক্ষার্থী। অভিযুক্ত শিক্ষকের নাম আবু হানিফ (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, পড়া না পারায় প্রথমে বেত দিয়ে ওই শিশু শিক্ষার্থীকে পেটানো হয়। পরে ব্লেড দিয়ে খুঁচিয়ে নির্যাতন করা হয়। নির্যাতনের পর ১৯ দিন আটকে রাখা হয় ওই শিশুকে। শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়া হয়। ১৯ দিন পর জানাজানি হলে শুক্রবার আনোয়ারার গুয়াপঞ্চকে অবস্থিত ইমাম আজম (রহ.) ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন একাডেমির অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক আবু হানিফকে আটক করে পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, নির্যাতনের শিকার শিক্ষার্থীর করা মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply