নিজস্ব প্রতিবেদকঃ ‘কেমন হলো বিপিএল-২০২৩’ শীর্ষক গোলটেবিল বৈঠকটি আয়োজন করে বাংলাদেশ স্পোর্টস ল’ অ্যান্ড ল’ইয়ার্স ফাউন্ডেশন (বিএসএলএলএফ)।
আজ (১৮ ফেব্রুয়ারি) শনিবার জাতীয় প্রেস ক্লাব, তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সকাল ১০ টায় এটি অনুষ্ঠিত হয়।
প্রধান অতিধি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব রকিবুল হাসান, সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন-
সভাপতি: আলফাজউদ্দিন আহমেদ, চেয়ারম্যান, উপদেষ্টা পর্ষদ, বিএসএলএলএফ।
মূল প্রবন্ধ উপস্থাপন: সামসুল ইসলাম, কো-চেয়ারম্যান, উপদেষ্টা পর্ষদ, বিএসএলএলএফ
সঞ্চালনা: ফরিদ আহমাদ, সাধারণ সম্পাদক, নির্বাহী কমিটি, বিএসএলএলএফ
বাংলাদেশ স্পোর্টস ল’ অ্যান্ড ল’ইয়ার্স ফাউন্ডেশন সরকার স্বীকৃত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। দেশের ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে ক্রীড়াবিদ, ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ক্রীড়া আইন-সম্পর্কিত ব্যাখ্যা, প্রশিক্ষণ, দায়িত্বপালন ও অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি ও আইনি সেবা প্রদান করাই এর উদ্দেশ্য।
এছাড়া সরকারি-বেসরকারি যেকোনো ক্রীড়াপ্রতিষ্ঠান বা সংগঠন প্রতিষ্ঠায় রীতিনীতি, প্রবিধান, গঠনতন্ত্র প্রণয়ন, আইনি ব্যাখ্যা-বিশ্লেষণ ও সংশোধনে অবদান রাখাই বাংলাদেশ স্পোর্টস ল’ অ্যান্ড ল’ইয়ার্স ফাউন্ডেশনের (বিএসএলএলএফ) অন্যতম লক্ষ্য।
ক্রীড়াসম্পর্কিত জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ পালনের মাধ্যমে সচেতনতা তৈরি, কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম, গোলটেবিল আয়োজন, সর্বোপরি ক্রীড়া সংগঠন/সংগঠক ও প্রশিক্ষিত জনবল তৈরির মাধ্যমে জনসাধারণের মাঝে ক্রীড়াবোধ জাগ্রত করে মাদক, জঙ্গিবাদ বা অপসংস্কৃতিরোধে কাজ করছে সংগঠনটি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply