বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বরেন্দ্রভূমির কণ্ঠ; শামীমা নাইস দেশের প্রথম ‘সনি হোম থিয়েটার এক্সপেরিয়েন্স সেন্টার’ চালু করলো সনি-স্মার্ট ময়মনসিংহ জেলা শ্রমিক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা আলোচনা সভা ১ম চিফ অব আর্মি স্টাফ (সিএএস) আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত উন্নত পুষ্টিগুণসম্পন্ন ওমেগা-৩ সমৃদ্ধ ব্রয়লার মাংস উৎপাদনে ‘বিএইউ-আরআইসি’ এর উদ্ভাবনী কর্মশালা অনুষ্ঠিত গণতান্ত্রিক ও অর্থনৈতিক অগ্রযাত্রায় স্থায়ী ছাপ রেখে গেছেন খালেদা জিয়া: ব্যবসায়ী নেতারা রপ্তানি কার্যক্রম ডিজিটাল করতে নতুন নির্দেশনা জারি প্রবাসী আয় ও প্রবাসী ব্যাংকিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন আহসান জামান চৌধুরী এনইআইআর বাস্তবায়ন ভোক্তা সুরক্ষা ও বৈধ ব্যবসার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ: এমআইওবি কমিউনিটি ব্যাংকের সঙ্গে ঝিল ম্যায়েস্ট্রিয়া রেস্টুরেন্টের ব্যবসায়িক অংশীদারিত্ব

মাশরাফি: আমার কোনো ম্যাজিক নেই, সবই আল্লাহর রহমত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮১ Time View

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনও আসরেই সিলেটের কোনও ফ্র্যাঞ্চাইজি ফাইনালে ওঠেনি। এবার সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে তুলেছেন মাশরাফি বিন মুর্তজা। এ নিয়ে পঞ্চমবারের মতো ফাইনাল খেলছেন তিনি। যদিও ‘ম্যাজিক’ বা ‘জাদু’র তত্ত্বে বিশ্বাসী নন তিনি। সবকিছুকেই দেখছেন সৃষ্টিকর্তার রহমত হিসেবে।

ফাইনালের ভাগ্য বরাবরই ভালো মাশরাফির। বিপিএলের এর আগে খেলা চারটি ফাইনালেই শিরোপা জিতেছেন তিনি। কখনোই দেখেননি হারের মুখ। এর আগে ঢাকা গ্লাডিয়েটর্সের হয়ে দুবার, কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্সের হয়ে একটি করে শিরোপা জিতেছিলেন তিনি। সবগুলো শিরোপাই জিতেছেন অধিনায়ক হিসেবে।

দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুরকে হারাতে তিনে নেমে ১৬ বলে ২৮ রানের ঝড়ো ইনিংসও খেলেন মাশরাফি। এর আগে এলিমিনেটরে ১৭ বলে ২৬ রান আসে তার ব্যাটে। মাশরাফি বলেন, ‘আমার কোনো ম্যাজিক নেই। সবই আল্লাহর রহমত। ফাইনালে প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক অনেক ভালো দল। এর মানে এই নয় যে আমরা ভালো খেলতে পারব না। আমি আশা করি, দলের সবাই আরও একটা ম্যাচ ভালো খেলবে।’

দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঁচে নেমে পড়ার ব্যাখ্যায় তিনি বলেন, ‘প্রথমত, ওদের (রংপুরের) অফ স্পিনার ছিল, বাঁহাতি স্পিনার ছিল একজন। ওটা কাজে লাগানো যায় কি না, এই চিন্তা ছিল। আরেকটা ব্যাপার হলো, দ্রুত উইকেট পড়ে গেলে, একজন ব্যাটসম্যান গিয়ে ঝুঁকি নেওয়ার চেয়ে আমাদের কেউ একজন যদি নিচে থেকে ওপরে উঠে ঝুঁকি নেয়, তাহলে ভালো। আমাদের উইকেট পড়ে গেলেও দল চাপে পড়ে না। ব্যাটসম্যান ঝুঁকি নিতে গিয়ে উইকেট পড়ে গেলে দল চাপে পড়ে। আগের ম্যাচেও এরকমই ভাবনা ছিল।’

একইসঙ্গে রংপুরের বিপক্ষে ম্যাচ জেতানোর কৃতিত্ব তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে দিয়েছেন মাশরাফি। চাপের ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন সাকিব। মাশরাফি বলেন, ‘আমরা জানতাম যে উডের (লুক উড) একটা ওভার বাকি আছে। তাকিয়ে ছিলাম সাকিবের দিকে। সে ওই ওভারে যদি ৮ রানও দেয়, তাহলেও আমরা ম্যাচে থাকব। সে ওই সময় আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। তরুণ ছেলে। প্রথম বিপিএল খেলছে। ওর ওই ওভারের জন্যই আমরা ম্যাচে ফিরতে পেরেছি।’

এবারের আসরের শুরু থেকেই দল হিসেবে দুর্দান্ত খেলতে থাকে সিলেট। ঘরের মাঠে যখন মাশরাফির দল খেলতে যায় তখনও তাদের বাঁধভাঙা সমর্থন করেছে সিলেটবাসি। সমর্থকদের ধন্যবাদ দিয়ে মাশরাফি বলেন, ‘প্রতিবারই সিলেটের দর্শকেরা ভালো কিছু প্রত্যাশা করেন। এবার শুরুর দিকে যখন একটা-দুইটা ম্যাচ জিতেছি, তখন থেকেই সিলেটের সাপোর্ট পেয়েছি। এমন ব্লাইন্ডলি সাপোর্ট আমি বিপিএলে আর দেখিনি। আমি বিপিএলে অন্য দলের হয়েও খেলেছি। কিন্তু এমন দেখিনি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS