মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

দীপিকার কাছ থেকে ত্বক পরিচর্যা শিখলেন শাহরুখ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

থিয়েটার থেকে অভিনয় জীবন শুরু করেছিলেন শাহরুখ খান। মঞ্চ থেকে টেলিভিশন, এরপর বড় পর্দা। সব জায়গায়ই নিজের জাত চিনিয়েছেন শাহরুখ। হয়ে উঠেছেন বলিউড বাদশা। জীবনের বাজি রেখে শক্রুর মোকাবিলা করার পাশাপাশি মনের মানুষের জেল্লাদার ত্বকের রহস্যভেদেও সমান ওস্তাদ ‘পাঠান’ শাহরুখ খান। এবার দীপিকার সুন্দর ত্বকের সব সিক্রেট ফাঁস করে দিলেন শাহরুখ, শুধু ফাঁস করলেন তা নয়! নিজেও হাতেকলমে শিখলেন কীভাবে জেল্লাদার ত্বক পেতে হয়।

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় দীপিকা পোস্ট করেন সেই ভিডিও যেখানে একসঙ্গে ধরা দিলেন পাঠান আর রুবাই। দিন কয়েক আগেই ‘পাঠান’-এর সাংবাদিক বৈঠকে শামিল হয়েছিলেন শাহরুখ-দীপিকা। প্রেস কনফারেন্স শুরুর আগে একটি ভিডিও শুট করছিলেন দীপিকা। আয়নার সামনে দাঁড়িয়ে তাকে বলতে শোনা গেল, ‘আপনার এখন দেখবেন আমি কীভাবে তৈরি হই আজকের অনুষ্ঠানের জন্য..’। এরপর সেখানে সটান হাজির শাহরুখ। আবদার করে বলে বসলেন, ‘আমিও তোমার সঙ্গে রেডি হব’।

দীপিকা জানান, দিনের শুরুতে তিনি ক্লিনজার ব্যবহার করেন। এরপর মুখে টোনার লাগান। তারপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেন ত্বকে আর সবশেষে সানস্ক্রিন। দীপিকাকে বলতে শোনা যায়, সুহানা এই ভিডিওটা দেখলে সবচেয়ে খুশি হবে কারণ জীবনে একবার অন্তত শাহরুখ স্টেপ অনুযায়ী স্ক্রিন কেয়ার রুটিন অনুসরণ করছেন। মূলত এটি একটি প্রোমশন্যাল ভিডিও, আর সেই প্রমোশনে দীপিকার সঙ্গে তাঁর হ্যান্ডসাম নায়ক।

দীপিকার প্রোডাক্টের প্রশংসা করে শাহরুখ বলেন, ‘আমার নিজেক খুব ফ্রেশ লাগছে… তবে গৌরী আমার এটা না ভেবে বসে ঘরের মধ্যে কে চলে এল! আশা করছি আমাকে চেনা যাচ্ছে’। দীপিকা পালটা বলেন, গৌরী এবং সন্তানরা খুব খুশি হবে শাহরুখকে ত্বকের এইরকমভাবে যত্ন নিতে দেখে।ভিডিওতে দুজনকেই সাদা টি-শার্টে দেখা গেল। সঙ্গে শাহরুখের গলায় ছিল তাঁর পরিচিত কালো মতির মালা এবং হাতে চার কোটির নীল ঘড়ি। এই ভিডিও দেখে আপ্লুত শাহরুখ-দীপিকার ভক্তরা। দুজনের রসায়ন ফের একবার চোখ টানলো সবার।

শাহরুখ-দীপিকা জুটির চার নম্বর ছবি ‘পাঠান’ একের পর এক বক্স অফিস রেকর্ড গড়েই চলেছে। বিশ্ব বক্স অফিসে ৮৫০ কোটির ব্যবসা করে ফেলেছে পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি। পাঠানের সাফল্যে অনেকখানি স্বস্তিতে শাহরুখ।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS