নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) দুইটি আসন থেকেই উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে একতারা প্রতীকে অংশ নেয়া বহুল আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম উভয় আসনেই হেরে গেছেন।
বুধবার (১ ফেব্রুয়ারি) বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে রাত ৮ টার কিছু পর পরই এই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা সাইফুল ইসলাম। এ সময় তিনি বেসরকারিভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
বগুড়া-৪(কাহালু-নন্দীগ্রাম) আসনের নির্বাচনে হিরো আলম ৯০৪ ভোটে পিছিয়ে পড়ে পরাজিত হয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী ১৪ দলীয় জোটের প্রার্থী রেজাউল করিম তানসেনের মশাল প্রতীকের কাছে।
এদিকে বগুড়া-৬ (সদর) আসনেও ৯৫৭১ ভোট পেয়ে হিরো আলম পরাজিত হয়েছেন।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) দুইটি উপজেলা নিয়ে জাতীয় সংসদের একটি আসন বগুড়া-৪। হিরো আলম এই আসনের মোট ১১২টি কেন্দ্রে মোট ১৯ হাজার ৪০৪ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এই আসনে রেজাউল করিম তানসেন ২০ হাজার ৩০৮ পেয়ে জয়লাভ করেন। এই আসন থেকে মোট ৯ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেছিলো।
এরআগে, সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) শুরু হয় ভোট গ্রহণ। চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাসদের রেজাউল করিম তানসেন, স্বতন্ত্র কামরুল হাসান জুয়েল, জাপার শাহীন মোস্তফা কামালসহ ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে অংশ নেন হিরো আলম। জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মোট ভোটার তিন লাখ ২৮ হাজার ৪৬৯।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply