দেশের অর্থনীতিতে এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণ আরও বাড়ানো দরকার। এসব উদ্যোক্তাদের অংশগ্রহণ খুবই নগণ্য বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) মেট্রপলিটন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইনডেক্স ২০২২-২০২৩’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। দেশের যোগাযোগ ব্যাবস্থা আরও ভালো হয়েছে। একইসাথে নারীরা সবক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। তাই আমাদের স্বপ্ন অনেক বড়।
এছাড়াও তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে এরকম সূচক আরও বেশি প্রয়োজন। একইসঙ্গে দেশের বাণিজ্যের উন্নয়নে কাজ করতে হবে। স্বপ্নপূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply