নেতৃত্ব দেয়ার ক্ষেত্রে অসামান্য একটা গুণ আছে মাশরাফী বিন মোর্ত্তজার। দেশের সফল ওয়ানডে অধিনায়ক তিনি। অনেকে মনে করেন, ভালো নেতৃত্বগুণের কারণেই এটা সম্ভব হয়েছে। এমন একজন ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কাজ করার সুযোগ পেলেও ভালো করতে পারেন- দাবি তার বাবা গোলাম মোর্ত্তজার।
মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা ডমিনেটরসের বিপক্ষে সিলেটের ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হন গোলাম মোর্ত্তজা। সেখানেই ছেলেকে বিসিবির দায়িত্বে দেখতে চান বলেন জানান। তিনি বলেন, ‘বিসিবিতে কাজ করলে ও অনেক ভালো করতে পারবে। এটা আমি জোরালোভাবে বলি। ও ১৮-১৯ বছর ধরে ক্রিকেট খেলছে। তাই ও এখানে আসলে ভালো করবে। ওর ওপর আমার শতভাগ বিশ্বাস আছে।’
কথায় কথায় সাংবাদিকরা বিসিবির সভাপতি হিসেবে মাশরাফীর নাম তোলেন। তাতে সম্মতিসূচক জবাবই আসে ম্যাশের বাবার কাছ থেকে। এক বাক্যে ছেলেকে সভাপতির ভূমিকায় দেখতে চেয়ে তিনি বলেন, ‘আমি অবশ্যই চাই।’
লম্বা একটা সময় দেশকে সার্ভিস দিয়েছেন ম্যাশ। কতবার ইনজুরির মুখে পড়েছেন, সেখান থেকে যেন দ্বিগুণ তেজ নিয়ে ফিরতেন তিনি। এই পুরো সময়টায় তার ক্যারিয়ারে কোনো কালো দাগ পড়েনি বলে দাবি গোলাম মোর্ত্তজার। গণমাধ্যমকে তিনি বলেন, ‘ও কিন্তু ফার্স্ট ডিভিশন ক্রিকেট খেলেনি। প্রিমিয়ার লিগ খেলেনি। একেবারে অনূর্ধ্ব-১৭ থেকে জাতীয় দলে। ও যে এতদিন ধরে ক্রিকেট খেলছে, তাতে কোনো স্পট (স্ক্যান্ডাল) নেই। পলিটিক্সেও এসেছে। আপনারা নড়াইল আসেন, দেখেন ওর সম্পর্কে সাধারণ জনগণ কী বলে!’
প্রসঙ্গত, ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ম্যাশের সিলেট স্টাইকার্স জিতেছে ৬৩ রানের বড় ব্যবধানে। অধিনায়ক নিজে ব্যাট হাতে ৭ ও বল হাতে নিয়েছেন ২ উইকেট ম্যাচসেরা হয়েছেন তৌহিদ হৃদয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply