 
																
								
                                    
									
                                 
							
							 
                    নিজস্ব প্রতিনিধিঃ আজ জাতীয় প্রেস ক্লাব ২য় তলায় জহুর হোসেন চৌধুরী হলে (কনফারেন্স রুম) জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ এর কাউন্সিল ২০২২ উপলক্ষে প্রতিনিধি সম্মেলন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, দেশ বরেন্য আলেমে দ্বীন, জামেয়া নূরিয়া মাদরাসার মুহাদ্দিস ” গাউসুল আজম জামে মসজিদ” মহাখালীর খতীব, রহমতে আলম মিশন বালক মাদরাসা তেজগাঁওয়ের সাবেক প্রিন্সিপাল হযরত আল্লামা আব্দুর রাজ্জাক আযহারী, এক্সিকিউটিভ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, সংগঠনের প্রতিষ্ঠাতা-প্রিন্সিপাল আলহাজ্ব হযরত মাওলানা বেলায়েত হোসাইন আল-ফিরোজী সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, আন্তর্জাতিক বক্তা হযরত মাওলানা মীর মোহাম্মদ শোয়াইব আহমদ আনসারী, মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন, মুফতি আনোয়ারুল হক, অর্থসম্পাদক- মুফতী জোবায়ের আহমদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হামিদুল হক প্রমুখ উলামা হযরাত।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) মহাপরিচালক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত আল্লামা উবায়দুর রহমান খান নদভী বলেন, জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ এর দাওয়াত বাংলাদেশের তৃণমূল পর্যায় পর্যন্ত প্রতিটি মসজিদ ও মাদরাসায় পৌঁছে দিতে হবে। ইনশাআল্লাহ আমিও এই সংগঠনের সাথে আন্তরিকভাবে আছি ও থাকব।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত জামেয়া নুরিয়া মাদরাসার মহাপরিচালক বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর হযরত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ইমামদের ঐক্যবদ্ধ করে একই প্লাটফর্মে একত্রিত করার জন্য জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ এর মত সংগঠনের কোনই বিকল্প নেই আমরা আন্তরিকভাবেই জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ এর সকল কার্যক্রমের সাথে আছি, থাকব এবং সারাদেশের ইমাম-খতিব ও উলামায়ে কেরামদের প্রতি আহবান জানাবো তারাও যেন জাতীয় ইমাম সমান বাংলাদেশ এর সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে।
সভার সভাপতি শাইখুল হাদীস আব্দুর রাজ্জাক আবারী সাহের শুকরিয়া আদায় করে বলেন, জাত সমাজ বাংলাদেশ এর সকল কার্যক্রম ও কর্মসূচীর সাথে আমার বাকী জীবন কাটিয়ে দিব ইনশাআল্লাহ (আল্লাহ আমাদের সকলকে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশের সকল কার্যক্রম পরিচালনার সুযোগ দিন।
সংগঠনের মুহতারাম প্রতিষ্ঠাতা- প্রিন্সিপাল মাওলানা বেলায়েত হোসাইন আল-ফিরোজী তার বক্তব্যে দেশের প্রতিটি জেলা ও থানার সকল ইমাম-খতিব এবং মাদরাসার মুহতারাম মুহতামিম সাহেবদের প্রতি উদাত্ত আহবান জানিয়ে বলেন, দলমত নির্বিশেষে সকল অনৈক্য ও মনমালিন্য বিসর্জন দিয়ে অভিন্ন লক্ষ্যে, অন্ধ শর্তে অভিন্ন কর্মসূচী নিয়ে সম্মুখপানে এগিয়ে যেতে হবে। মহান আল্লাহর দরবারে ফরিয়াদ আল্লাহ দেশের ই মাসাজিদ খতিবসহ সকল উলামায়ে কেরামদের ইমাম সমাজ বাংলাদেশের জন্যে কবুল করে নিন- আমিন।
 
                                 
									Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply