শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘সার্কাস’-এর ট্রেলার। নতুন লুকে দেখা গেছে রণবীরকে। আর ট্রেলারের শেষে দেখা গেছে রণবীর-দীপিকার নাচ।
‘সূর্যবংশী’ ছবির পর আবারও রোহিত শেট্টির সঙ্গে জুটি বাঁধলেন রণবীর সিং৷ উইলিয়াম শেক্সপিয়রের কালজয়ী নাটক ‘কমেডি অব এররস’ অবলম্বনে নির্মিত বলিউড কমেডি ড্রামা ফিল্ম ‘সার্কাস’। শুক্রবার মুক্তি পেল রংচঙে এই কমেডি ছবির ট্রেলার। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং।
দুই যমজ ভাইকে ঘিরে আবর্তিত ছবির গল্প। অথচ একে অপরকে কখনো দেখেনি তারা। ছবিতে রণবীরকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। দুই নায়কের দুই নায়িকা। অদ্ভূতুড়ে সব কাণ্ড, মজার সংলাপ, নাচ-গান, দর্শকদের হালকা চালের ছবি উপহার দিচ্ছেন রোহিত। ট্রেলারের শেষে রয়েছে বিশেষ চমক। ছবিতে একটি গানে রণবীরের সঙ্গে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। বেশ কয়েক বছর পর আরও একবার তাদের রসায়ন দেখবেন সিনেপ্রেমীরা।
২০১০-এ বলিউডে হাতেখড়ি রণবীরের। এক দশক পর তার ঝুলিতে এল সার্কাস। ঘটনাচক্রে এই একই নামের একটি ধারাবাহিকে একসময় অভিনয় করেছিলেন শাহরুখ। তবে কি কিং খানের পদাঙ্ক অনুসরণ করছেন রণবীর? এক সংবাদ সম্মেলনে অভিনেতাকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘উনি আজ কিং খান হননি। বহু বছর ধরে ওটাই ওর পরিচিতি। ওর সঙ্গে একই পঙ্ক্তিতে নাম রেখে আপনারা আমার সম্মান বাড়িয়ে দিলেন। উনি আমার অনুপ্রেরণা। হিন্দি ছবির জন্য উনি যা করেছেন, তা দৃষ্টান্তমূলক। উনি মানুষের যে ভালোবাসা পেয়েছেন এবং তাদের যা দিয়েছেনি, তার সিকি ভাগও করতে পারলে আমার জীবন ধন্য হবে।’
দিনকয়েক আগেই নিজের ইনস্টাগ্রামে রণবীর জানিয়েছিলেন ‘সার্কাস’-এর শুটিং শেষ হয়েছে। এখন ছবির প্রমোশনের জন্য তৈরি হচ্ছেন তারা ৷ আর শুক্রবার সামনে এলো নতুন ছবির ট্রেলার ৷ যেখানে দেখা গিয়েছে ‘সার্কাস’-এর পুরো দলকে। ছবিতে রয়েছেন সিদ্ধার্থ যাদব, জনি লিভার, সঞ্জয় মিশ্র, ব্রজেশ হিরজির মতো অভিনেতারাও ৷
‘সার্কাস-এর ট্রেলারে রণবীরকে দেখা গিয়েছে জ্যাকলিন ফার্নান্দেজ এবং বরুণ শর্মা-সহ পুরো টিমের সঙ্গে। যদিও গল্প নিয়ে কোনো আভাস দেয়া হয়নি সেখানে ৷ তবে এটুকু জানানো হয়েছে, এটি একটি সহজ সাদাসিধে গল্প, যা আপনাকে নিয়ে গিয়ে ফেলবে ছয়ের দশকে ৷ রণবীরকে এখানে দেখা গিয়েছে সাকার্সের ইলেকট্রিক ম্যান হিসেবে ৷ এ ছবিতে বিদ্যুতের তারে হাত দিলেও রণবীরের কোনো শক লাগে না ৷ তবে তারই যমজ ভাই যাকে তিনি কোনোদিন দেখেননি তার শক লাগে ৷ কীভাবে দেখা হয় এই দুই ভাইয়ের, ছবিতে সেটাই দেখার ৷ ছবিতে ক্যামিও রোলে দেখা যাবে রণবীরপত্নী দীপিকাকেও ৷
রণবীরের বিপরীতে সিনেমায় অভিনয় করবেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ ৷ এই কমেডি ছবি পর্দায় আসতে চলেছে ২৩ ডিসেম্বর ৷ নির্মাতাদের তরফে একটি বিবৃতিতে আগেই জানানো হয়েছিল, সার্কাস একটি সম্পূর্ণ পারিবারিক বিনোদনমূলক গল্প । ছবির আনন্দে মেতে ওঠার জন্য বড়দিনের ছুটির চেয়ে ভালো সময় আর নেই ৷ সার্কাস উপস্থাপনার দায়িত্ব রয়েছে ভূষণ কুমারের টি-সিরিজের ওপর ৷
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply