বাস ধর্মঘটসহ নানা বাধা উপেক্ষা করে আশেপাশের জেলাগুলো থেকে সিলেটের বিভাগীয় গণসমাবেশে খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
শনিবার (১৯ নভেম্বর) ভোর থেকেই সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেত হচ্ছেন নেতাকর্মীরা। যদিও শুক্রবার (১৮ নভেম্বর) থেকেই সমাবেশস্থলে আসতে শুরু করেন তারা। অনেকেই আবার সেখানে রাত্রিযাপনও করেন।
গণপরিবহন বন্ধ থাকায় ট্রেন, প্রাইভেটকার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজি অটোরিকশা ইজিবাইকসহ অন্যান্য বিকল্প বাহনে করে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।
শনিবার ভোর থেকে সিলেটসহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিএনপির নেতাকর্মীদের মাঠে মিছিল নিয়ে স্লোগান দিতে দিতে প্রবেশ করতে দেখা যাচ্ছে।
এদিকে যাত্রীবাহী বাস-মিনিবাস চলাচল বন্ধের কারণে সাধারণ মানুষ সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দ্বিগুণ, তিনগুণ ভাড়া দিয়ে জরুরি প্রয়োজনে চলাচল করতে হচ্ছে তাদের।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল বলেন, পুলিশ এখন ছাত্রলীগের ভূমিকা পালন করেছে। প্রতিটি পয়েন্টে প্রতিটি রাস্তায় পুলিশ নেতাকর্মীদের বাধা দিচ্ছে। শহরে প্রবেশের সব পথ বন্ধ করে দিয়েছে। তারপরও বিএনপির নেতাকর্মীদের আটকে রাখতে পারেনি। জেলার বিভিন্ন গ্রাম থেকে নৌকায়, মোটরসাইকেলে, হেঁটে হাজার হাজার নেতাকর্মী সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান নিয়েছে।
নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।
চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুরের পর আজ সিলেটে গণসমাবেশ আয়োজন করেছে দলটি। এটি তাদের সপ্তম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া স্থানীয় বিএনপি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দও বক্তব্য দিবেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply