বর্তমান সময়ে যে কয়জন ক্রিকেটার তিন ফরম্যাটেই নিয়মিত খেলেন তাদের অন্যতম একজন বিরাট কোহলি। ভারতের সাবেকে এই অধিনায়ক দুই বলের ক্রিকেটেই দলের প্রধান ব্যাটিং স্তম্ভ। তার সমসাময়ীক আরও তিন ক্রিকেটারসহ তাদেরকে একত্রে বলা হয় ফেব ফোর। এই ফেব ফোরেরই একজন স্টিভেন স্মিথ।
২০১১ সালের ২০শে জুন টেস্ট অভিষেক হয়েছিল কোহলির। কিংস্টনে নিজের অভিষেক টেস্টে সুবিধা করতে পারেননি তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৪ রান করেছিলেন। এরপর দ্বিতীয় ইনিংসেও ১৫ রানের বেশি করতে পারেননি এই ডানহাতি ব্যাটার। তিন ম্যাচের সেই টেস্ট সিরিজে পাঁচ ইনিংস মিলিয়ে মোটে ৭৬ রান করেছিলেন কোহলি।
তিনি সাদা পোশাকে প্রথম হাফ সেঞ্চুরি পেয়েছিলেন নিজের ষষ্ঠ ইনিংসে। সেটা ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে। এই টেস্টের দ্বিতীয় ইনিংসেও হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। তবে লাল বলের ক্রিকেটে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁতে কোহলিকে অপেক্ষা করতে হয়েছিল ১৪ ইনিংস। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিণত করেছেন। ধারবাহিক হয়েছেন। হয়ে উঠেছেন বিশ্বক্রিকেটেরই বড় এক বিজ্ঞাপন।
কোহলি প্রসঙ্গে স্মিথ বলেন, ‘সে (কোহলি) তিন ফরম্যাটেই একজন বিশ্বমানের ক্রিকেটার। সে অনেক রান করেছে এবং সে একজন অসাধারণ খেলোয়াড়।’
সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও নিজের মহিমা দেখিয়েছেন কোহলি। ভারতের সাবেক এই অধিনায়ক দলকে ফাইনালে তুলতে না পারলেও প্রায় ৯৯ গড়ে করেছেন ২৯৬ রান। যা আসরে যেকোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply