নিজস্ব প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শাহেরা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ নভেম্বর) উপজেলার পশ্চিম ছাপড়হাটী এলাকার সরকার পাড়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। দুই সন্তানের মা শাহেরা বেগম ওই গ্রামের মকবুল হোসেনের স্ত্রী।
পরিবার ও স্থানীয়রা জানায়, রাতে তিনি নিজের শোবার ঘরেই ছিলেন। কিন্তু কখন ঘর থেকে বেরিয়ে গেছে তা পরিবারের লোকেরা জানে না। সকালে তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে লম্বা একটি গাছের ডালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। পরে পুলিশ এসে ওই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। শাহেরা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন না বলে এলাকাবাসী জানায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার মোকাদ্দেম বলেন, ‘শাহেরা নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ গাছের অনেক উপরে ঝুলছিল। বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply