দিনাজপুর প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসাবে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহরে অবস্থিত দুটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান পরিচালনা করা হয়।
৯ জুলাই বুধবার দুপুরে জাতীয় ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের জেলার সহকারী পরিচালক মাঃ বারহান উদ্দিন এবং বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফরাজ সুলতানা লুনার নেতৃত্বে যৌথভাবে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সটার এবং পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন কালে প্রশাসনিক ও চিকিৎসা সংক্রান্ত অনিয়মের প্রেক্ষিতে ভাক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়।
দেশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভাক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩০,০০০ টাকা ও পেশেন্ট কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে ৩০,০০০ টাকা সহ মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা কালে সার্বিক সহযাগিতায় ছিলন মেডিকেল অফিসার ডা: নিলয় দাস, বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লক্সের স্যানিটারি ইন্সপক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ফরিদ বিন ইসলাম।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফরাজ সুলতানা লুনা জানায়, প্রতিষ্ঠান সমূহকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়, যাতে ভবিষ্যতে সেবার মান উন্নত ও আইন মেনে পরিচালনা নিশ্চিত করে। জনস্বার্থ এ ধরনর অভিযান ভবিষ্যতও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply