নিজস্ব প্রতিবেদকঃ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেশকে স্বৈরশাসনের পথে ঠেলে দেবে” বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “এই পদ্ধতি স্থানীয় পর্যায়ে গণতান্ত্রিক নেতৃত্ব গঠনের বড় বাধা হয়ে দাঁড়াবে।”
বৃহস্পতিবার (৩ জুলাই) রংপুর মহানগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির উদ্বোধনকালে রিজভী আরও বলেন, “বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা যেন কোনোভাবেই জনগণের দুর্ভোগের কারণ না হন সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব মহানগর শাখার আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, রংপুর মেডিকেল কলেজ ড্যাবের আহ্বায়ক ডা. মাহমুদুল হক সরকারসহ সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে নেতারা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে চিকিৎসকদের পাশে থেকে মানবসেবার আহ্বান জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply