টানা তিন ম্যাচ হারে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। ফলে পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতা মাত্র। এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার।
বাংলাদেশ দলীয় ৭ রানেই হারায় সৌম্যর উইকেট। তিনি নাসিম শাহর বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে মিড অনে শাদাব খানের হাতে ক্যাচ দিয়েছেন ব্যক্তিগত ৪ রানে। দিনের শুরু থেকেই আঁটসাঁট ব্যাটিং করেছেন শান্ত। খানিক বাদে লিটনকে সঙ্গে নিয়ে বড় শট খেলে চাপ মুক্ত হওয়ার চেষ্টা করেন তিনি। যদিও ১৫ বলে ১২ রান করে মোহাম্মদ ওয়াসিমের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।
এরপর সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের রান বাড়াতে থাকেন লিটন দাস। এই ডানহাতি ব্যাটার ৩১ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। আজই ২৮ বছর বয়সে পা রাখলেন লিটন।
বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply