সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:২১ অপরাহ্ন

ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন আদিল চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন আদিল চৌধুরী। দেশীয় ও আন্তর্জাতিক ব্যাংকিং অঙ্গনে ২৫ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা নিয়ে ৭ জুলাই ২০২৫ সোমবার তিনি এই দায়িত্বে যোগ দেন। নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক রূপান্তর এবং উদ্দেশ্যনিষ্ঠ ব্যবস্থাপনার ক্ষেত্রে তার সুনাম ইতিমধ্যেই প্রতিষ্ঠিত। তার এই নিয়োগ ন্যাশনাল ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ দেশীয় মালিকানাধীন বেসরকারি ব্যাংক হিসেবে আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং আস্থা ফিরে পাওয়ার জন্য নতুন পথ খুঁজছে।

দেশীয় ব্যাংকিং খাতে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে খ্যাত, আদিল চৌধুরী টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি, উচ্চ নৈতিক মানদণ্ড এবং কর্মীদের দক্ষতা উন্নয়নে বিশেষ গুরুত্ব দেন। তিনি কর্মক্ষেত্রে জীবন ও কাজের ভারসাম্য এবং জবাবদিহিমূলক সংস্কৃতি গড়ে তুলতে বিশ্বাস করেন। কর্মদক্ষতা ও নিষ্ঠার যথাযথ মূল্যায়নের পক্ষে তিনি বরাবরই অবস্থান নিয়েছেন।

ন্যাশনাল ব্যাংকে যোগদানের আগে তিনি ব্যাংক এশিয়া পিএলসি-এর প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার নেতৃত্বে ব্যাংকটি রেকর্ড পরিমাণ মুনাফা অর্জন করে এবং ডিজিটাল ব্যাংকিং সেবায় অভাবনীয় অগ্রগতি ঘটায়। পরিচালন দক্ষতা বাড়ানো, সুশাসন জোরদার করা এবং সমস্যাগ্রস্ত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে তার ভূমিকা ব্যাংক এশিয়াকে ২০২২ সালের শেষে দেশের দ্বিতীয় সর্বাধিক লাভজনক ব্যাংকে পরিণত করতে সহায়ক হয়।

আন্তর্জাতিক পরিসরেও আদিল চৌধুরীর কর্মজীবন বিস্তৃত। ২০২০ সালে ব্যাংক এশিয়ায় উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের আগে তিনি ১৫ বছরের বেশি সময় বিদেশে বিভিন্ন নেতৃত্বের পদে দায়িত্ব পালন করেছেন। তিনি হংকং ও সিঙ্গাপুরে দ্য ব্যাংক অব নোভা স্কটিয়াতে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি এশিয়া-প্যাসিফিক এবং মধ্যপ্রাচ্য অঞ্চলের কৌশলগত কার্যক্রম তদারকি করেছেন। এর আগে তিনি ঢাকায় ক্রেডিট আগ্রিকোল ইনডোসুজ ও আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে কর্মরত ছিলেন এবং পরে স্কটিয়া ব্যাংকের ঢাকা শাখায় ট্রেজারি বিভাগ গড়ে তোলেন।

আন্তর্জাতিক পরিসরে তার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ৯ বিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন ব্যবস্থাপনা, যেখানে তিনি বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ও সরকারি বিনিয়োগ সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। বৈশ্বিক এই অভিজ্ঞতা তাকে আন্তর্জাতিক নিয়ন্ত্রক কাঠামো, ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠানের সর্বাঙ্গীণ কার্যক্রম সম্পর্কে গভীর অন্তর্দৃষ্টি দিয়েছে—যা ন্যাশনাল ব্যাংকের রূপান্তর প্রক্রিয়ায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (ভিএলএসআই ডিজাইন) এ স্নাতক ডিগ্রি এবং কানাডার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিওর রিচার্ড আইভি স্কুল অব বিজনেস থেকে এমবিএ সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি আর্থিক বাজারের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে একাধিক প্রশিক্ষণ ও সার্টিফিকেশন সম্পন্ন করেছেন।

ব্যবস্থাপনা পর্ষদের বাইরেও আদিল চৌধুরী একজন অংশগ্রহণমূলক এবং সহযোগিতাপূর্ণ নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। স্বচ্ছতা, স্থিতিশীলতা ও মানুষকেন্দ্রিক প্রতিষ্ঠানের জন্য তার প্রতিশ্রুতি সর্বজনবিদিত। ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তার নিয়োগ এমন এক সময়ে ঘটছে, যখন প্রতিষ্ঠানটি নতুন দিকনির্দেশনা ও আস্থা ফিরে পেতে চাইছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS