রবিবার, ১৩ জুলাই ২০২৫, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

ভারতে ৭ কোম্পানি ১.১৬ ট্রিলিয়ন রুপি বাজারমূল্য হারিয়েছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ২ অক্টোবর, ২০২২

ভারতের পুঁজিবাজারে বাজারমূলধনে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৭টির শেয়ারে বড় দর পতন হয়েছে। সর্বশেষ সপ্তাহে এই সাত কোম্পানি ১১ হাজার ৬০৫ কোটি ৩১ লাখ রুপি বাজারমূলধন হারিয়েছে।

এদিকে আলোচিত সপ্তাহে সামগ্রিকভাবে বাজার ছিল নিম্নমুখী। এই সময়ে বোম্বে স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক সেনসেক্স ৬৭২ পয়েন্টে বা ১ দশমিক ১৫ শতাংশ কমেছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।

আলোচিত কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাজারমূলধন হারিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এর পরে ছিল যথাক্রমে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এসবিআই, ভারতীয় এয়ারটেল, বাজাজ ফাইন্যান্স এবং এইচডিএফসি।

অন্যদিকে, আলোচিত সময়ে টিসিএস, হিন্দুস্তান ইউনিলিভার এবং ইনফোসিসের বাজারমূলধন বেড়েছে।

গত সপ্তাহে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজারমূলধন ৪১ হাজার ৭০ কোটি ৬০ লাখ রুপি কমে ১ লাখ ৬০ হাজার ৮৬০ কোটি ১০ লাখ রুপি দাঁড়িয়েছে।

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মূল্য ১ হাজার ৭৩১ কোটি ৩৭ লাখ রুপি কমে ৪ লাখ ৭ হাজার ৩৯৪ কোটি ১৫ লাখ রুপি হয়েছে।

আইসিআইসিআই ব্যাঙ্কের বাজারমূলধন  ১ হাজার ৩৫০ কোটি ৬৩ লাখ রুপি কমে ৬০ হাজার ১১৫ কোটি ৬৬ লাখ রুপি এবং এইচডিএফসি ব্যাঙ্কের ১ হাজার ৩৪২কোটি ৩৬ লাখ রুপি কমে ৭৯ হাজার ২২৭ কোটি ৯ লাখ রুপি হয়েছে৷

এইচডিএফসি-এর বাজারমূলধন ১ হাজার ৮৩ কোটি ৯ লাখ রুপি কমে ৪১ হাজার ৬০৭ কোটি ৭০ লাখ এবং বাজাজ ফাইন্যান্সের ১ হাজার ২৪ কোটি ৮ লাখ রুপি কমে ৪৪ হাজার ৪২৩ কোটি ৬৭ লাখ দাঁড়িয়েছে৷

ভারতীয় এয়ারটেলের বাজারমূলধন ৮৭৩ কোটি ১৫ লাখ রুপি কমে ৪৪ হাজার ৪৯১ কোটি ৯৪ লাখ রুপি হয়েছে।

আলোচিত ইনফোসিসের বাজারমূল্য ২ হাজার ১৪ কোটি ৪৫ লাখ রুপি বেড়ে ৫৯ হাজার ৪৬০ কোটি ৮১ লাখ রুপি হয়েছে।

টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) ৭৯৭ কোটি ৬৭ লাখ রুপি বেড়েছে, ফলে কোম্পানীটির মূল্য ১লাখ ৯ হাজার ৯৩৯ কোটি ৮৫ লাখ রুপি হয়েছে।

হিন্দুস্তান ইউনিলিভারের এমক্যাপ ৪১২ কোটি ৩৫ লাখ রুপি বেড়ে ৬৩ হাজার ৩৬৪ কোটি ৯৫ লাখ রুপি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS