ঢাকা, 18 আগাস্ট 2022: অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে আজ ঢাকা ও চট্টগ্রাম মহানগরে 10টি স্পটে বিআরটিএ-র 10টি ভ্রাম্যমাণ আদালত 33টি বাসের বিপরীতে 1 লক্ষ 50 হাজার টাকা জরিমানা করেছে।
এছাড়া রুটভায়েলেশন/রুট পারমিটি বিহীন, হাইড্রোলিক হর্ণ, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস বিহীন, ও অন্যান্য অপরাধের দায়ে 65টি বাসের বিপরীতে 65টি মামলায় 2,39,000.00 (দুই লক্ষ উনচল্লিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
বিআরটিএ-র চেয়ারম্যান- জনাব নুর মোহাম্মদ মজুমদার, পরিচালক (এনফোর্সমেন্ট)- জনাব
মোঃ আজিজুল ইসলাম এবং উপপরিচালক (এনফোর্সমেন্ট)- জনাব মোঃ হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তদারকি করেন। অভিযানকালে বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি দলের সদস্যগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply