জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলার সময় বাঁহাতের আঙুলে চোট পেয়েছেন নুরুল হাসান সোহান। সেই চোটে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বাংলাদেশের ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক। ফলে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না তার।
এমনকি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেছেন এই উইকেটকিপার ব্যাটার। সোহানের ছিটকে যাওয়ার খবরটি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে পেসার হাসান মাহমুদের বোলিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান সোহান। তবুও ম্যাচের শেষ পর্যন্ত কিপিং করলেও পরবর্তীতে তার আঙুলের এক্স-রে করানো হয়। যেখানে তার তর্জনী আঙুলে চিড় ধরা পড়ে।
সোহানের তর্জনী আঙুলে চিড় ধরা পড়ার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির ফিজিও মুজাদ্দেদ আলফ সানি। বিসিবির দেয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা একটি এক্স-রে করিয়েছি। যেখানে তর্জনী আঙুলে চিড় ধরা পড়েছে।‘
মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দেয়ায় জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান সোহান। বাংলাদেশের দায়িত্ব নিয়ে শুরুটা অবশ্য ভালো করতে পারেননি তিনি। নিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে তার দল। বাংলাদেশ জিততে না পারলেও ব্যাট হাতে সফল ছিলেন সোহান। চারটি ছক্কা ও একটি চারে খেলেছিলেন ২৬ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস। এদিকে প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। তাতে সিরিজে সমতায় ফিরেছে সফরকারীরা। এমন জয়ের দিনে অবশ্য ব্যাটিংয়ে নামা হয়নি সোহানের।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply