মাঠের বাইরে নিজের ব্যক্তিগত কাজে ব্যস্ত সময় কাটানো সাকিব আল হাসান মঙ্গলবার মেতেছিলেন বাস্কেটবল খেলায়। টেলিকম কোম্পানি গ্রামীণফোনের এক অনুষ্ঠানে যোগ দিয়ে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে বাঁহাতি অলরাউন্ডার বাস্কেটবল খেলেন। নিজেদের ভেতরে অনুষ্ঠিত এ খেলায় কোন দল কত স্কোর করেছেন সেই হিসাব কেউ রাখেনি। তবে দুই অর্ধ্বের খেলায় সাকিব কয়েকটি স্কোর করেছেন বলে জানা গেছে।
রিংয়ের খুব কাছ থেকে সাকিব বল ছুড়ে একাধিক স্কোর করেছেন। আবার তার কয়েকটি শট রিংয়ে লেগে ফিরেও এসেছে। সেখানে উপস্থিত থাকা একাধিক ব্যক্তি নিশ্চিত করেছেন, পুরো সময়টায় বেশ হাসিখুশি ছিলেন সাকিব। বাস্কেটবল খেলাটাও তিনি উপভোগ করেছেন।
ছুটিতে থাকা সাকিব ব্যক্তিগত কাজের পাশাপাশি বাণিজ্যিক কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। কখনও ফটোশুট, কখনও বিজ্ঞাপনের কাজ করছেন। আবার কখনও নতুন শো-রুমের উদ্বোধনের কাজে ঢাকায় এবং ঢাকার বাইরে ছুটে যাচ্ছেন। এই মুহূর্তে ব্যস্ততা সাকিবকে অবসরই দিচ্ছে না!
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply