নিজস্ব প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের টাকা না পাওয়ায় নুর আলম ওরফে রজিব (১৬) নামে এক কিশোর অভিমানে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (১৫ জুলাই) ভোরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামো শংকরবাটির মোন্নাপাড়া মহল্লা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
কিশোর রজিবের বাবার নাম রমজান আলী।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, রজিব পিকনিকে যাওয়ার জন্য তার মায়ের কাছে ১ হাজার টাকা চাইলে তার মা টাকা দিতে নারাজ হন। পিকনিকের টাকা না পাওয়ায় বৃহস্পতিবার দিবাগত রাতে অভিমান করে ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তিনি জানান, রজিবের লাশ চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতলের মর্গে আছে। আইননানুগ ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply